বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজতককে (aajtak) একটি সাক্ষাৎকার দেন। আজতকে (aajtak) দেওয়া ইন্টারভিউতে পিএম মোদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) নিয়ে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে বলেন, ‘ আদবানি জি একটি সুন্দর ব্লগ লিখেছিলেন, ওটাই আমাদের প্রধান চরিত্র। আমরা কাউকে আমাদের শত্রু ভাবিনা। ব্যাক্তিগত দিক থেকে আমরা কারও বিরোধিতা করিনা।” এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) প্রসঙ্গে পিএম মোদী বলেন, ‘মমতা ব্যানার্জী সমন্ধ্যে আমার ধারণা ভুল ছিল! দুর্ভাগ্যবশত এরকম মানুষ বড় হয়ে গেছেন!”
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার দুঃখ এই একটাই যায়গায়, যেই মমতা ব্যানার্জি বামেদের বিরুদ্ধে যেই ইস্যু গুলো নিয়ে লড়াই করে ক্ষমতায় এসেছিলেন। বামেদের হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি, ২০০৯ এ সংসদে বাংলাদেশিদের তাড়ানোর কথা বলেছিলেন মমতা ব্যানার্জী, আর রাগ দেখিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। মমতা দিদি সেইসময় বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করে নির্বাচন করাতে চেয়েছিলেন। এই মমতা ব্যানার্জীই বলেছিলেন, বাংলা সেনার দ্বায়িত্বে ছেড়ে নির্বাচন করাও”।
পিএম মোদী আরও বলেন, ‘আজ উনি ক্ষমতায় এসে সব ভুলে গেছেন! বাংলায় নির্বাচনে প্রতিদিনই হত্যা হচ্ছে। আমি শুধু ভাবি, এটা কোন মমতা দিদি? মমতা দিদি এত বদলে যাবেন, এটা আমি ভাবতেও পারিনি। মমতা দিদির সমন্ধ্যে আমার চিন্তাধারণা সম্পূর্ণ ভুল ছিল। এখন যা দেখছি, সেটা দেখে আমি আশ্চর্য। দেশের দুর্ভাগ্য এটাই যে, এরকম মানুষ বড় হয়ে গেছে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vl3sLK
Bengali News