গতকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনসভা ছিল হুগলীর খানাকুলে। মমতা ব্যানার্জীর সেই সভায় আশানরুপ ভোর না হওয়ায় বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল। গতকাল রাতেই খানাকুল থানার বালিপুর অঞ্চলের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদিকা মাধুরী মালিকের বাড়িতে চড়াও হয় তৃণমূলের গুণ্ডারা।
অভিযোগ, তৃণমূলের গুণ্ডারা বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারপর তাঁরা বিজেপি নেত্রী এবং ওনার মেয়ে হৈমবতকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে মারধর করে। আহত বিজেপি নেত্রী এবং ওনার মেয়েকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে মুখর হয়ে উঠেছে বিজেপি। এই ঘটনার পর খানাকুল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির আরামবাগ জেলার সাংগঠনিক যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে বিজেপির উপরে হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। মুখে গণতন্ত্রের বুলি আওড়ানো মমতা ব্যানার্জীর অগণতান্ত্রিক নীতির ফলেই এভাবে আক্রান্ত হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা।”
উনি আরও বলেন, ‘ তৃণমূল বিজেপির উত্থানকে ভয় পেয়েছে। তাই ভয় দেখিয়ে বিজেপিকে দমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপির কর্মীরা নাছোড়বান্দা। আমরা জমি ছাড়ব না। মমতা ব্যানার্জীকে কেউ চায়না, সেই জন্যই ওনার সভায় লোক কম হচ্ছে, আর সেই রাগ আমাদের উপরে এসে মেটাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2viW0kf
Bengali News