-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্তান ঈদের জন্য পরমাণু বোমা সাজিয়ে রাখেনি! মোদীকে আক্রমণ করতে গিয়ে ফের দেশ বিরোধী মন্তব্য মেহবুবার

- April 22, 2019

পিডিপি (PDP) ( Jammu and Kashmir Peoples Democratic Party) এর প্রধান তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আবারও দেশ বিরোধী মন্তব্য করে শিরোনামে এলেন। উনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সরাসরি পাকিস্তানের পক্ষ নিলেন।

উনি বলেন, ‘ পাকিস্তান যেই পরমাণু বোমা গুলো বানিয়েছে, সেগুলো ঈদের জন্য না।” উল্লেখনীয় প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী গতকাল রাজস্থানে একটি বয়ান দিয়েছিলেন, আর সেই বয়ানের পরিপেক্ষিতেই মেহবুবা মুফতি এই বয়ান দেন।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের একটি জনসভাতে বলেছিলেন, ‘ ভারত এখন আর পাকিস্তানের হুমকিতে ভয় পায়না। ওঁরা সব সময় বলে, ‘আমাদের কাছে পরমাণুর বোতাম আছে” তাহলে কি আমরা আমাদের পরমাণু দীপাবলির জন্য বাঁচিয়ে রেখেছি? আমরা জঙ্গিদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছি। আমরা পাকিস্তানের সমস্ত ক্ষমতা খতম করে দিয়েছি। ওরা এখন ভিক্ষার বাটি নিয়ে গোটা বিশ্বে ঘুরছে। আপনারা সবাই জানেন যে, আমি ঠিক করেছি। কিন্তু কংগ্রেস আর তাঁদের সঙ্গীদের অনুযায়ী, আমি ঠিক করিনি এটা করে!”

মেহবুবা মুফতি এর আগেও এরকম দেশ বিরোধী বয়ান দিয়েছেন। কিছুদিন আগে বিজেপির সংকল্প পত্রে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার প্রতিশ্রুতি দেওয়ার পর, মেহবুবা মুফতি টুইট করে বলেছিলেন, ‘ ৩৭০ ধারা নিয়ে আদালতের সময় নষ্ট করার কোন প্র্যজন নেই। বিজেপি কবে ধারা ৩৭০ তুলে দেয়, সেটা নিয়েই আমাদের অপেক্ষা করার দরকার। ৩৭০ ধারা শেষ হয়ে গেলে, আমরা আর নির্বাচনে লড়তে পারব না। ”

উনি দেশকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলে, ভারত ধ্বংস হয়ে যাবে। এমনকি ইতিহাসেও ভারতের নাম থাকবে না।”

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2vh20u0
Bengali News
 

Start typing and press Enter to search