পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা ভোটে প্রচার করার জন্য বাংলাদেশি অভিনেতাকে কড়া শাস্তি দিলো ভারত সরকার। পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদের ( Ferdous Ahmed ) ভিসা বাতিল করেছে ভারত সরকার। আর তাঁর সাথেই ওনাকে ভারত ছাড়ার জন্য নোটিশও পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত ভিসার নিয়ম লঙ্ঘন করার রিপোর্ট পাওয়ার পর নেয়। স্বরাষ্ট্র মন্ত্রক ফেরদৌস আহমেদের ( Ferdous Ahmed ) ব্যাবসায়িক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নয়েছে। আর তাঁর সাথে তাঁকে ব্ল্যাক লিস্টেও পাঠানো হয়েছে।
MHA: After receiving report from Bureau of Immigration regarding visa violations committed by a Bangladesh National Mr Ferdous Ahmed(actor who campaigned for TMC), MHA has cancelled his business visa and issued him a leave India notice. He also has been blacklisted. pic.twitter.com/3lbqJEboEg
— ANI (@ANI) April 16, 2019
বিদেশী অভিনেতা হয়ে এদেশে এসে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার জন্য তৃণমূল বিরোধী সব দলই বিরোধিতা করে। এরাজ্যের বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল এবং মমতা ব্যানার্জী কটাক্ষ করে বলেন, এবার ফেরদৌস এসেছে এরপরে তৃণমূলের হয়ে প্রচার করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবেন।
তৃণমূলের হয়ে বিদেশী অভিনেতার প্রচার করার পর কমিশনে নালিশ জানায় রাজ্য বিজেপি। যদিও তৃণমূলের রায়গঞ্জের প্রার্থী কানাইলাল আগরবাল , যার সমর্থনে বাংলাদেশি অভিনেতা প্রচার করেছিলে। সেই কানাইলাল ফেরদৌসকে দিয়ে প্রচার করার কথা অস্বীকার করে বসেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2PeebR6
Bengali News