পাকিস্তানের কোয়েটা শহরের একটি সবজী বাজারে এক জবরদস্ত বোম ধামাকা হয়। কোয়েটা শহরের হাজার গঞ্জি সবজী বাজারে হওয়া এই বোমা ধামাকায় দুই শিশু সমেত ১৬ জনের মৃত্যুর খবর আসছে, এবং ৩০ জন গুরুতর আহতও হয়েছে বলে জানা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে, আহতদের মধ্যে অনেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার তীব্র নিন্দা করেছেন। আর তারসাথে উনি আহতদের ভালো চিকিৎসা উপলব্ধ করার নির্দেশ দিয়েছেন। পাক মিডিয়া অনুযায়ী, আজ সকালে কোয়েটা শহরের সবজী বাজারে মানুষজন যখন কেনাকাটা করছিল, তখনই আচমকা একটি বড়সড় বিস্ফোরণ হয়।
ওই বিস্ফোরণের আঘাতে দুই বাচ্চা সমেত ১৬ জনের মৃত্যু হয়েছে আর ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণে আহত মানুষদের কোয়েটা শহর আর বোলান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ডিআইজি আবদুল রাজ্জাক চিমা আহত এবং মৃত ব্যাক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে মজদুররা বস্তায় আলু ভরছিল, আর সেই সময় জোরদার একটি ধামাকা হয়। বাকি ঘটনার তদন্ত করছে পুলিশ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IprlcM
Bengali News