ভারতীয় বায়ুসেনা উইং কম্যান্ডার অভিনন্দনের নাম বীর চক্রের জন্য প্রস্তাব দিয়েছে। বালাকোট এয়ার স্ট্রাইকের পর যখন পাকিস্তানি সেনা ভারতীয় সীমা লঙ্ঘন করে, তখন অভিনন্দন অদম্য সাহস দেখিয়ে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিল। আর সেই সময় ওনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে পাকিস্তানের সিমানায় চলে যায়।
সরকারী সূত্র অনুযায়ী, অভিনন্দনের সাথে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করা মিরাজ ২০০০ এর ১২ জন ফাইটার পাইলটের নামও মেডেলের জন্য পাঠানো হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, ‘বীর চক্র” যুদ্ধের সময় দেওয়া ভারতের তৃতীয় সবথেকে সন্মানিত বীরতা পদক। এই পদক যুদ্ধের সময় সেনার অসাধারণ বীরত্ব আর বলিদানের জন্য দেওয়া হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Gxl5OT
Bengali News