আচমকাই উড়তে উড়তে হেলিকপ্টার এসে নেমে পড়ে শিলিগুড়ির কাছে ফুলবাড়ির ডাবগ্রাম দশম ও দ্বাদশ পুলিশ ব্যারাক মাঠে। একদম মাটির কাছে গাছপালা ছুঁয়ে যাচ্ছিল। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কোনমতে জরুরি অবতরণ করা হয় পুলিশ ব্যারাক মাঠে।
তারপরেই স্থানীয়দের সহযোগিতা ও ব্যারাকের পুলিশের সহযোগিতা নিয়ে হেলিকপ্টারটি ঠেলে চালু করার চেষ্টা করা হয়। কিন্তু কিছুতেই চালু করা যায়নি। বিষয়টি নিয়ে এখনো কেউ কিছু না বললেও অল্পের জন্য হেলিকপ্টারটি রক্ষা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এখনও হেলিকপ্টারটি ওই অবস্থাতেই পড়ে রয়েছে পুলিশ ব্যারাক মাঠে।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা চলছে। নির্বাচনীতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আশঙ্কা করা হচ্ছে সেই সমস্ত হেলিকপ্টারই হবে এটি। তবে ঘটনার সময় হেলিকপ্টারে অন্য কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন উত্তরবঙ্গের সফরে আছে। ধারণা করা হচ্ছে এই হেলিকপ্টার ওনার জন্যই যাচ্ছিল। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে জনসভা করেন, আর আজ এরাজ্যে ওনার কোন জনসভা নেই, তাই সবার ধারণা এই হেলিকপ্টার মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্যই ছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2I54rrJ
Bengali News