ইস্টারের পবিত্র উৎসবে শ্রীলঙ্কায় সিরিয়াল বোম ব্লাস্টের দায় স্বীকার করলো জঙ্গি সংগঠন আইএসআইএস (ISIS) সোমবার সংবাদ মাধ্যম রয়টার্স জানায় যে, ইসলামিক স্টেট তাঁদের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক এর মাধ্যমে শ্রীলঙ্কায় হওয়া বোম ব্লাস্টের দায় স্বীকার করেছে।
এখনো পর্যন্ত জানা যাচ্ছিল যে, সাতজন আত্মঘাতী হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে, তাঁরা প্রত্যক্ষ ভাবে স্থানীয় কট্টরপন্থী ইসলামিক সংগঠন ন্যাশানাল তোহিদ জামাতের সাথে জড়িত। যদিও এখন ইসলামিক স্টেট সরাসরি ভাবে এই হামলার দায় স্বীকার করেছে।
Reuters: Islamic State claims responsibility for Sri Lanka bombings through its Amaq news agency. pic.twitter.com/Rus0kDmbJv
— ANI (@ANI) April 23, 2019
এর আগে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী হেমাসিরি ফার্নান্ডো মঙ্গলবার সংসদে বলেছিলেন যে, নিউজিল্যান্ড মসজিদের হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা করা হয়েছিল। শ্রীলঙ্কায় এই হামলায় আট ভারতীয় সমেত ৩১০ জনের মৃত্যু হয়েছে।
ফার্নান্ডো সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে, সরকার এটা ভাবতেই পারেনি যে এত বড়সড় হামলা করা সম্ভব হবে কোনদিনও। তিনি বলেছিলেন, দেশের গোয়েন্দা সংস্থা এর আগেই জানিয়েছিল যে, দেশে একটা ছোট কিন্তু শক্তিশালী জঙ্গি সংগঠন সক্রিয় আছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UzNQhJ
Bengali News