প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ২৫ এপ্রিল থেকে দুদিনের বারাণসী সফরে থাকবেন। ২৬ এপ্রিল তিনি বারাণসী আসনে মনোনয়ন দাখিল করবেন, আর তাঁর আগে তিনি আজকে একটি মেগা রোড শো করবেন। আর এর মধ্যে ভারত রত্ন প্রাপ্ত শানাই বাদক বিসমিল্লাহ খানের নাতি নাসির আব্বাস বিসমিল্লাহ এর একটি বয়ান সামনে এসেছে, ওই বয়ানে তিনি বলেন, এবার তিনি আর তাঁর পরিবার ২০১৪ সালের ভুল শোধরাবে। উনি বলেন, ২০১৪ সালের ভুল বিসমিল্লাহ পরিবার আর রিপিট করবে না। ২০১৯ এর নির্বাচনে বিসমিল্লাহ খান এর পুরো পরিবার মোদীজির সাথে আছে বলেন তিনি।
শানাই বাদক বিসমিল্লাহ খান এর নাতি নাসির আব্বাস বিসমিল্লাহ বলেন, যদি প্রধানমন্ত্রী আমাদের প্রস্তাবক বানায় তাহলে, সবার কাছে একটি সদ্ভাবের বার্তা পৌঁছাবে। উনি বলেন, ২০১৪ সালে আমরা নরেন্দ্র মোদীর প্রস্তাবক হওয়ার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার আমরা নিজে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবক হতে চাইছি। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত পাঁচ বছরে প্রচুর উন্নতির কাজ করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, ভারত রত্ন ওস্তাদ বিসমিল্লাহ খান এর নাতি নাসির আব্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওনার মনোনয়ন সমারোহে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি কংগ্রেসের নেতার উপর অভিযোগ এনে বলেন, কংগ্রেস ২০১৪ সালে আমাদের ব্রেন ওয়াশ করেছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GrrjOQ
Bengali News