এমনিতে তো দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম, মিডিয়া হাউস রাজনৈতিক দলের দালাল এবং ভন্ড। টাকা খেয়ে খবর পরিবেশন করাটা মিডিয়ার কাছে পেশায় পরিণত হয়েছে। হিন্দু বিরোধী, দেশবিরোধী সংবাদ মাধ্যমগুলি এখন দেশের জনগণের কাছে পাঁকের থেকেও নোংরা বস্তুতে পরিণত হয়েছে। কিন্তু খারাপের মধ্যেও ভালো থাকে, পাঁকের মধ্যেও পদ্ম ফোটে। সেই ভাবেই সংবাদ মাধ্যমেও এমন এমন সাংবাদিক রয়েছেন যারা সত্যের সাথে থাকেন তথা নিজেদের উচিত কর্তব্য পালন করেন।
আজ সোশ্যাল মিডিয়ায় জুড়ে এমনই এক সাংবাদিকের কথা ঘুরপাক খাচ্ছে। আজ কোচবিহার ও আলিপুরদুয়ার জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে গুন্ডাগিরি চালিয়েছনে তা ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরেছেন সাংবাদিক প্রকাশ সিনহা। প্রকাশ সিনহা ABP Ananda এর সাংবাদিক যিনি আজ তার সাহসের পরিচয় দিয়ে সাংবাদিকতার মান বজায় রেখেছেন।
কোচবিহারে শীতলকুচির এক বুথে মহিলাদের ভোট দিতে বাধা প্রদান করছিল তৃণমূলের গুন্ডাবাহিনী। যারপর ABP Anand (ABP আনন্দ)এর সাংবাদিক প্রকাশ সিনহা এবং উনার সাথী প্রতীক স্থানীয় মহিলাদের ভোট প্রদান করার জন্য সাহায্যে এগিয়ে আসেন। সাহসী সাংবাদিক প্রতীক সিনহা এবং উনার সাথীর এগিয়ে আসা দেখা মাত্র গুন্ডাবাহিনী পলায়ন করে। আজ প্রকাশ সিনহা অন্যান সাংবাদিকদের জন্য একটা বড় প্রেরণা তৈরি করে দিয়েছেন। এমনকি ABP Ananda এর এই সাংবাদিককে আক্রান্তও হতে হয়েছে। পাঠকদের জন্য ভিডিও নীচে দেওয়া হলো।
এরপরেও থামেননি ABP Ananda এর সাংবাদিক প্রকাশ সিনহা, উনি বুথের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে নিযুক্ত পুলিশ কর্মী সকলকে প্রশ্নের মুখে দাঁড় করান এবিং মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য প্রশ্ন তোলেন। প্রসঙ্গত জানিয়ে দি, এটা শুনে একটা ছোট ঘটনা মনে হলেও পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক হানাহানি একটা রাজ্যে এইভাবে সাংবাদিকতা করা সত্যিই প্রশংসনীয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2It0qN5
Bengali News