লোকসভা ভোটের আগে আসানসোল লোকসভা কেন্দ্রে বড়সড় ভাঙন তৃণমূলে। আসানসোলের পান্ডবেশ্বর শ্রীরামপুর এলাকায় তৃণমূলের মহিলা কর্মীরা এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির মহিলা মোর্চা সেক্রেটারি সোনালি গিরি। বিজেপির মহিলা নেত্রী সোনালি গিরি জানান, বেশ কিছুদিন ধরেই তৃণমূলের মহিলা কর্মীরা ওনার সাথে যোগাযোগ করছিল। সামনের দিনে আর তৃণমূলের কর্মীরা বিজেপিতে যোগ দেবেন বলে জানান তিনি।
50 TMC women party workers from Pandabeshwar joined BJP. Instead of attending a TMC meeting, they joined BJP. Congratulations to Asansol district President Smt. Asha Sharma. #ChowkidarPhirSe @SuPriyoBabul @BJP4Bengal @me_locket @AsansolBjp pic.twitter.com/gj2T8svjB5
— Team Babul Supriyo (@TeamBabul) March 19, 2019
গতকাল পান্ডবেশ্বরে দলের হয়ে প্রচারে গেছিলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী মুনমুন সেন। আর ওনার যাওয়ার পরেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের মহিলা কর্মীরা। ভোটের আগে এই দলত্যাগ চরম ভাবাচ্ছে শাসক দল তৃণমূলকে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FmuI28
Bengali News