ক্যান্সারে আক্রান্ত হয়ে মনোহর পরিক্করের মৃত্যুর পর গোয়ায় প্রমোদ সাওয়ান্তকে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। আজ বিধানসভায় উনি নিজে থেকেই সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করার জন্য ফ্লোর টেস্ট করানোর আবেদন করেন। আর ফ্লোর টেস্টে উনি কংগ্রেসকে উড়িয়ে দিয়ে সংখ্যা গরিষ্ঠতা হাসিল করে নেন। সোমবার আনুমানিক রাত ১ঃ৫০ নাগাদ উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
তারপর উনি মঙ্গলবার সকালে রাজ্যপাল মৃদুলা সিনহাকে পত্র লিখে বুধবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হাসিল করার দাবি করেন। মুখ্যমন্ত্রী সাওয়ান্ত বলেছিলেন, আমি ১০০ শতাংশ নিশ্চিত যে, আমরা সংখ্যা গরিষ্ঠতা হাসিল করব।
মঙ্গলবার রাজ্যপাল সাওয়ান্তের দাবি স্বীকার করে নেন। রাজ্যপাল কার্যালয়ের এক আধিকারিক জানান, ‘রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য বুধবার সকাল ১১ঃ৩০ এ বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকেন।”
মঙ্গলবার সাওয়ান্ত মুখ্যমন্ত্রী রুপে প্রথমবার পোঁদ গ্রহণ করে বলেন, ‘আমাদের প্রাথমিকতা এটাই হবে যে, মনোহর পরিক্কর দ্বারা যেসব প্রকল্প শুরু করা হয়েছিল, সেগুলো সব সম্পূর্ণ করা। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী গোয়ার রাজধানী পানজির মিরামার বিচে রাজ্য সরকারের তরফ থেকে মনোহর পরিক্কর এর নামে একটি স্মারক বানানোর ঘোষণা করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TiOFe0
Bengali News