প্রতিরক্ষা মন্ত্রালয় বডগাঁও জেলায় জঙ্গি দ্বারা সেনার জওয়ানকে অপহরণ করার খবরকে অস্বীকার করেছে। প্রতিরক্ষা মন্ত্রালয় জানায়, সে সুরক্ষিত এবং নিরাপদে আছে। তাই অপহরণ হওয়ার খবর থেকে সবাইকে সাবধান থাকার নির্দেশ দিওয়া হয়েছে।
Defence Ministry: Media reports of the abduction of a serving Army soldier(Mohammad Yaseen) on leave from Qazipora, Chadoora, Budgam(J&K) are incorrect. Individual is safe. Speculations may please be avoided. pic.twitter.com/oYKXoYVQGT
— ANI (@ANI) March 9, 2019
প্রথমে খবর পাওয়া যাচ্ছিল যে, বডগাঁম জেলার চাডুরা এলাকার কাজীপোরা গ্রামে রাতের অন্ধকারে জঙ্গিরা ছুটিতে বাড়িতে আসা জওয়ান মহম্মদ ইয়াসিনকে অপহরণ করেছে। পুলিশ জানায়, জঙ্গিরা তাঁর বাড়ি থেকে তাঁকে অপহরণ করেছিল।
এর আগেও জঙ্গিরা অনেক জওয়ানকে অপহরণ করে হত্যা করেছিল। গত বছর ঈদে ছুটিতে বাড়ি যাওয়ার সময় পুঞ্চ এর বাসিন্দা জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে হত্যা করেছিল জঙ্গিরা।
J&K: Weapon(AK-47) of Personal Security Officer (PSO) of Deputy Commissioner Kishtwar, looted from his residence in Kishtwar last night
— ANI (@ANI) March 9, 2019
আরেকদিকে অন্য একটি ঘটনায় শুক্রবার রাতে কিশতবাড়ার ডেপুটি কমিশনারের পিএসও এর একে ৪৭ বন্দুক কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NThI6P
Bengali News