পাকিস্তান আমেরিকাকে আশ্বস্ত করে বলছে যে তাঁরা জঙ্গিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। আর ভারতের সাথে উত্তেজনা কম করার জন্যও পদক্ষেপ নেবে বলে জানিয়েছে তাঁরা। এই তথ্য সোমবার হোয়াইট হাউসের এক আধিকারিক দেন।
আমেরিকার National Security Advisor জন বোল্টন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে ফোনে কথা বলেছেন। কুরেশি ওনাকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই কথা আমারিকার National Security Advisor জন বোল্টন নিজে টুইট করে জানিয়েছেন।
বোল্টন টুইট করে জানান, ‘ জইশ এ মহম্মদ আর বাকি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সার্থক পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আর ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা ও করবে।”
ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে আমেরিকায় তিন দিবসিয় সফরে যাওয়ার পরেই বোল্টন কুরেশির সাথে কথাবার্তা বলেন। বিজয় গোখলে সফরে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পেওর সাথে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ এর পর আধিকারিক ভাবে বয়ান জারি করে বলা হয়, আমেরিকা সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের উপর লাগাতার চাপ সৃষ্টি করছে।
Spoke with Pakistani FM Qureshi to encourage meaningful steps against JeM and other terrorist groups operating from Pakistan. The FM assured me that Pakistan would deal firmly with all terrorists and will continue steps to deescalate tensions with India.
— John Bolton (@AmbJohnBolton) March 11, 2019
বিদেশ মন্ত্রালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পেলাডিনো বলেন, বিদেশ মন্ত্রী পম্পেও আর ভারতের বিদেশ সচিব বিজয় গোখেলে ন্যায় বিচার পাওয়ার জন্য পুলওয়ামা হামলা নিয়ে চর্চা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের তৎপরতার নিয়ে কথাবার্তা চলে।
পম্পেও আশ্বাস দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমেরিকা ভারত সরকার আর ভারতের জনসাধারণ এর পাশে আছে। দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ সহ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UvonXu
Bengali News