নির্বাচন জেতার লক্ষে রাহুল গান্ধী গতকাল দেশের GDP এর প্রায় ১৪% বিনামূল্যে ভাগাভাগি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাহুল এই ফর্মুলাকে রাজস্থান,ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে আগেই করেছেন। অবশ্য ক্ষমতায় আসার পর তিন জায়গাইতেই কংগ্রেসের সরকার কোনো কাজ করেনি। রাহুল গান্ধী এখন নতুন প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে দেশের ৫ কোটি পরিবারকে বিনামূল্যে ৭২ হাজার করে টাকা প্রদান করা হবে।
এই পরিসংখ্যান ভারতের GDP এর ১৪% হয়। ভারত নিজের GDP এর ১.৫% সেনা তথা সুরক্ষা খাতে বরাদ্দ করে। আর রাহুল গান্ধী দেশের GDP ১৪% বিনামূল্যে ভাগাভাগি করে দেওয়ার ঘোষণা করেছেন। রাহুল গান্ধীর এই পতিশ্রুতির উপর নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমার তার মতামত রেখেছেন। রাজীব কুমার যা বলেছনে সেটার দিকে প্রত্যেক দেশবাসীর নজর দেওয়া উচিত। রাজীব কুমার বলেছেন যদি রাহুল গান্ধীর প্রতিশ্রুতি পূরণ করা হয় তবে দেশ কাঙাল হয়ে যাবে এবং দেশে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে।
রাজীব কুমার বলেছেন, কংগ্রেস গরিবের নামে পুরানো রাজনীতির খেলা খেলছে। ১৯৬৬ সালেও কংগ্রেস গরিবী হাঁটাও এর নামে এই খেলা খেলেছিল। কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেশ থেকে গরিবী দূর করতে পারেনি। রাজীব কুমার বলেছেন, যদি রাহুল গান্ধীর প্রতিশ্রুতি লাগু করা হয় তবে রাজস্ব ঘাটতি হয়ে যাবে এবং বিশ্বের এজেন্সিগুলি ভারতের রেটিং কম দেবে। ফলস্বরূপ দেশে ইনভেস্টমেন্ট আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং রোজগার, ইকোনমি এক ধাক্কায় পুরো বসে যাবে।
NITI Aayog Vice-Chairman, Rajiv Kumar: I think maybe the fiscal deficit will go from 3.5% to 6%. All credit rating agencies will bring down our ratings, we will not get loans from outside, eventually our investments will be blocked.
— ANI (@ANI) March 25, 2019
জানিয়ে দি, ভেনেজুয়েলার বামপন্থী সরকার সেখানে এমন নীতি চালু করেছিল যার ফলে সেখানে ইকোনমি পুরো বসে গেছে। ইনভেসমেন্ট, রোজগার বন্ধ হয়ে যাওয়ার ফলে ভেনেজুয়েলা কাঙাল দেশে পরিণত হয়েছে। এখন গান্ধী পরিবার ক্ষমতায় লোভে দেশকে কাঙ্গাল করার মতো পতিশ্রুতি দিচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2WoyoWW
Bengali News