তেলেঙ্গানার শামশাবাদে কংগ্রেসের নেত্রী বিজয়া শান্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন। উনি বলেন, মানুষকে ভালবাসার যায়গায় প্রধানমন্ত্রী মোদী মানুষকে ভয় পাইয়ে রেখেছে। বিজয়া শান্তি এই বয়ান কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সামনে শনিবার তেলেঙ্গানাতে দেন। আপনাদের জানিয়ে রাখি, বিজয়া শান্তি তেলেঙ্গানা কংগ্রেসের স্টার প্রচারক। উনি অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন।
রাহুল গান্ধীর সামনা বিজয়া বলেন, ‘সবাই আতঙ্কে আছে, সবাই ভাবে এই মোদী এখনই বোমা বিস্ফোট করাবে। মানুষ ওনাকে ভালবাসার যায়গায়, ওনাকে ভয় পাচ্ছে। একজন প্রধানমন্ত্রীর এরকম হওয়া উচিৎ নয়।” কংগ্রেস নেত্রী বিজয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে জঙ্গির সাথে তুলনা করেন।
কংগ্রেসের নেত্রীর মতে পাকিস্তান শান্তির দেশ, কিন্তু নরেন্দ্র মোদী জঙ্গি। দেশে অশান্তি আর পুলওয়ামা হামলার জন্য মোদীই দায়ী।
Vijaya Shanti, Congress in Shamshabad, Telangana: Everyone is scared that at what moment Modi will shoot the bomb. He looks like a terrorist. Instead of loving people, he is scaring people. It's not the way how a PM should be. pic.twitter.com/1pDEvYHXH8
— ANI (@ANI) March 9, 2019
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HulORA
Bengali News