জম্মু কাশ্মীরে সেনা বড়সড় সাফলতা অর্জন করল। জঙ্গিদের ষড়যন্ত্র ব্যার্থ করে জম্মু-শ্রীনগর হাইওয়ে তে তিন জঙ্গিকে জ্যান্ত গ্রেফতার করল সেনা। ধৃত জঙ্গিদের থেকে অনেক হাতিয়ার ও উদ্ধার করে সেনা। ওই তিন জঙ্গি জইশ এ মহম্মদ এর সাথে যুক্ত বলে জানা যাচ্ছে।
আধিকারিক সূত্র অনুযায়ী, রবিবার একটি গাড়িতে তিনজন যুবক যাচ্ছিল। গোপন সুত্রে পাওয়া খবর পেয়ে শ্রীনগর এর বাইরে পারিমপোরা চেক পোস্টে তাঁদের আটকানো হয়। তল্লাশির পর তাঁদের থেকে হাতিয়ার পাওয়া যায়, এবং তারপরে তাঁদের গ্রেফতার করে সেনা। এখন তাঁদের থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
সেনার ২ রাষ্ট্রীয় রাইফেলস জম্মু-শ্রীনগর হাইওয়ে এর পরিমপোরা এর কাছে থাকা চেক পোস্টে মারুতি ৮০০ গাড়িকে তল্লাশির জন্য আটকায়। তল্লাশির সময় জইশ এর তিন জঙ্গি শাহীদ ভট, রইস আর ইশাক লোন এর কাছে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায় ওই জঙ্গিদের কাছে কারতুস সমেত প্রচুর পরিমাণে বিস্ফোটক উদ্ধার করা হয়েছে। তিন জঙ্গির থেকে এখন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UUzBVB
Bengali News