জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ সমেত সমস্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ‘নির্ণায়ক সিদ্ধান্ত” নিতে পারে পাকিস্তান। আর সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে জঙ্গিদের তালিকায় জৈশ এর প্রধান মৌলানা মাসুদ আজাহারকে তালিকাভুক্ত করার প্রচেষ্টায় সমর্থন করতে পারে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর একটি খবরে এই কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ ইজরায়েল-আমেরিকার শ্রেণীতে সামিল হলো ভারত! পরিণত হলো বিশ্বের তৃতীয় দেশে যারা শত্রুকে ঘরে ঢুকে মারে।
আমেরিকা, ব্রিটেন আর ফ্র্যান্স বুধবার পাকিস্তানের জঙ্গি আজাহার মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য সংযুক্ত রাষ্ট্রে প্রস্তাব রেখেছিল। এরফলে আজাহার পাকিস্তানের বাইরে আর বেরাতে পারবে না। এমনকি তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে, আর তাঁর কাছে কোনোরকম অস্ত্র রাখা যাবেনা।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার বিখ্যাত অলরাউন্ডারের স্ত্রী
যদিও আরেকটা খবর ও প্রকাশ্যে আসছে যে, অনেকদিন ধরে অসুস্থ থাকা মাসুদ আজাহারের শনিবার ইসলামাবাদ আর্মি হাসপাতালে মৃত্যু হয়েছে। যদিও আধিকারিক ভাবে পাকিস্তান এই খবরের কোন ঘোষণা করেনি। আজাহারের বিরুদ্ধে পাকিস্তান কি পদক্ষেপ নেবে সেটা এখনো পরিষ্কার না। কিন্তু সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাব থেকে নিজেদের বিরোধ ফেরত নিতে পারে পাকিস্তান।
রাষ্ট্র সঙ্ঘের সুরক্ষা পরিষদে আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা নিয়ে পাকিস্তানের আধিকারিক এর কাছে জিজ্ঞাসা করা হলে উনি জানান, ‘এবার দেশকে সিদ্ধান্ত নিতে হবে যে, একজন ব্যাক্তি গুরুত্বপূর্ণ, না গোটা দেশ”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IRSYgo
Bengali News