পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত খালিস্তানি জঙ্গিরা ব্রিটেনে ভারতীয়দের উপর হামলা করে। ব্রিটিশ ভারতীয়রা শনিবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে প্রদর্শন করার সময় এই হামলা হয়। হামলাকারীরা মাথায় পাগড়ি পরে ‘নারা-এ-তকবির আর আল্লাহ-হু-আকবর” এর স্লোগান দিচ্ছিল।
পাওয়া তথ্য অনুযায়ী হাই কমিশনের সামনে কাশ্মীরি আর খালিস্তানি সমর্থকেরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, আরেকদিকে এক দল ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে স্লোগান দিচ্ছিল। আর সেই সময় দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, ব্রিটেনের কাশ্মীরি আর খালিস্তানি সমর্থক সংগঠন আর মোদীর সমর্থনে জমায়েত হওয়া মানুষদের মধ্যে সংঘর্ষের পর এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কাশ্মীরি আর খালিস্তানি সমর্থক সংগঠন ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, আর একদল ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে আওয়াজ তুলছিল। ওভারসিজ পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস (খালিস্তানি) সংগঠন দের সাথে ব্রিটেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সমর্থকদের সংঘর্ষ বেঁধে ছিল সেখানে।
#WATCH Pakistan’s ISI backed Khalistanis attacked a number of British Indians who were standing outside the Indian High Commission in London on March 9. The men wearing Sikh turbans raised slogans 'Naraa-e-Taqbeer' & 'Allah-u-Akbar' pic.twitter.com/7L5Fume7nv
— ANI (@ANI) March 10, 2019
মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতার করা ব্যাক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবেনা। দুই দলের সংঘর্ষে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এই ঘটনার ভিডিও আর ফটো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। হাই কমিশনের বাইরে শান্তিপূর্ণ ভাবে প্রদর্শন করা মানুষগুলো জানায় যে, বিরোধী গোষ্ঠীরা ইচ্ছে করে আমাদের উপর হামলা করে আমাদের দমাতে চেয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IZ62Rc
Bengali News