কেন্দ্রের মোদী সরকার চালু আর্থিক বছরে ৮০ হাজার কোটি টাকার বিনেবেশ এর লক্ষ্য পূরণ করে ফেলেছে। চালু আর্থিক বছর ২০১৮-১৯ এ সরকার বিনেবেশ এর মাধ্যমে এখনো পর্যন্ত ৮৫ হাজার কোটি টাকা জুটিয়ে নিয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি শুক্রবার এই তথ্য দিয়ছিলেন। তবে ভারতের এই লক্ষ্য পূরণ করার জন্য পাকিস্তানের ও বড় হাত আছে।
চালু আর্থিক বছরে ৮৫০০০ কোটি টাকার বিনেবেশ লক্ষ্য পূরণ করার জন্য শত্রু শেয়ারের অনেক বড় সহযোগিতা আছে। শত্রু শেয়ারের মাধ্যমে সরকার ৭০০ কোটি টাকা জুটিয়েছে। ভারতে আনুমানিক ৩ হাজার কোটি টাকার শত্রু শেয়ার আছে। এই শেয়ার ভারতীয় শেয়ার বাজারে নিবন্ধিত বিভিন্ন সংস্থায় আছে।
কেন্দ্রীয় ক্যাবিনেট নভেম্বর ২০১৮ তে এই শত্রু শেয়ার বেচার সিদ্ধান্ত নেয়। ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট এর তরফ থেকে এই শেয়ার গুলোকে বিক্রি করা হয়। ৭০০ কোটি টাকার শত্রু শেয়ার বিক্রি করা হয় এই সিদ্ধান্তের পর। তাছাড়াও ৮৫ হাজার কোটি টাকার বিনেবেশ এর লক্ষ্য পূরণ করার পিছনে CPSEs এর ও অনেক বড় সহযোগিতা আছে। CPSEs এর বিনেবেশের ফলে সরকার ১০ হাজার ৬০০ কোটি টাকা পায়। কেন্দ্র সরকার আগামী আর্থিক বছর ২০১৯-২০ এর জন্য বিনেবেশ লক্ষ্য ৯০ হাজার কোটি টাকার রেখেছে।
দেশ ভাগের পর পাকিস্তানে গিয়ে বসবাস করা মানুষ আর ১৯৬২ এর যুদ্ধের পর চিনে চলে যাওয়া মানুষের ভারতে থাকা সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলা হয়। ১৯৬৮ সালে সংসদ কর্তৃক গৃহীত শত্রু সম্পত্তি আইন এর পরে এই সম্পত্তির উপর ভারতের কবজা হয়ে যায়। তখন থেকেই এই সম্পত্তি গুলো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আছে।
দেশের অনেক রাজ্যের এই শত্রু সম্পত্তি পাওয়া যায়। ২০১৭ সালে সরকার শত্রু সম্পত্তির নিয়মে বদল এনে ভারত ছেড়ে চলে যাওয়া মানুষদের অধিকার তাঁদের ভারতে থাকা সম্পত্তি থেকে তুলে নেয়। তাছাড়াও চীন আর পাকিস্তান দ্বারা ভারতীয় শেয়ার বাজারে নিবেশ করা সম্পত্তিকেও শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। আর এই করেই ভারতে আনুমানিক ৩০০০ কোটি টাকার শত্রু সম্পত্তি আছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Old6H3
Bengali News