দুই দিনের গুজরাট সফরে গেছেন প্রধানমন্ত্রী। গুজরাট থেকে এয়ার স্ট্রাইক নিয়ে প্রমাণ চাওয়া বিরোধী রাজনৈতিক দলের নেতা/নেত্রীদের আক্রমণ করে বলেন, আপনারা কি আমাদের সেনার উপরে ভরসা করেন না? আপনাদের উচিৎ আমাদের সেনার উপরে গর্ব করা।
দেশের সবাই এই ব্যাপারে সহমত যে, সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের খতম করতে হবে। এর সাথে উনি বলেন, আজ যদি ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল থাকত তাহলে পরিণাম অন্যরকম হত। এটা যদি কিছু মানুষ বুঝতে না চায়, তাহলে আমদের কিছুই করার নেই।
Prime Minister Narendra Modi in Jamnagar, Gujarat: If the Indian Air Force had the #Rafale today, the situation would have been different. I can't do anything if some people fail to understand this. pic.twitter.com/zsawROcO0R
— ANI (@ANI) March 4, 2019
আরও পড়ুনঃ ব্রেকিং খবরঃ মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন আরেক সাংসদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাফাল সময়মত হাতে আসলে পরিস্থিতি আলাদা হত। কিন্তু ওঁরা আমদের বায়ুসেনার উপর সন্দেহ প্রকাশ করে এয়ার স্ট্রাইকের প্রমাণ চাইছে। যদি হাওয়াই হামলার সময় রাফাল আমাদের কাছে থাকত। তাহলে না আমাদের কোন বিমান ধ্বংস হত। না ওদের কোন বিমান বেঁচে যেতে পারত।
আরও পড়ুনঃ এয়ার স্ট্রাইক নিয়ে এয়ার চিফের জবাব, ‘আমাদের কাজ ছিল টার্গেট ধ্বংস করা, লাশ গোনা না”
সন্ত্রাসবাদের মূল শিকড় প্রতিবেশী দেশের কাছে আছে। আমাদের উচিৎ সন্ত্রাসবাদকে নির্মূল করা। যারা ভারতকে ধ্বংস করার ইচ্ছা রাখে তাদের ‘প্রধান’ যতদিন আছে, ততদিন এই দেশ বসে থাকবে না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UjnYav
Bengali News