পাকিস্তানের কবজার এলাকার জৈশ এর আস্তানায় এয়ার স্ট্রাইকের পর আজ এয়ার মার্শাল বি.এস ধানোয়া মিডিয়ার সামনে আসেন। উনি বলেন, ভারতীয় সেনা প্রতিটা কাপুরুষচিত কাজের মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এয়ার স্ট্রাইকে কত জন জঙ্গি মারা গেছে এই প্রশ্নের জবাবে এয়ার মার্শাল বলেন, ‘আমাদের কাজ ছিল লক্ষ্য পূরণ করা, লাশ গোনা না”
আরও পড়ুনঃ ভারতীয় সেনার ভয়ে লুকিয়ে পড়ছে পাকিস্থানের টপ আতঙ্কবাদীরা! আন্ডারগ্রাউন্ড হলো হাফিজ সাঈদ
এয়ার চিফ মার্শাল বলেন, ‘পাকিস্তানের বালাকোটে টার্গেটকে ধ্বংস করাই আমাদের কাজ ছিল। এয়ারফোর্সের কাজ এটা বলা না যে, মাটিতে কতজন জঙ্গির লাশ পরে আছে। কতজন মারা গেছে সেটা নিয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। ভারত সরকার এই নিয়ে কিছু বললেও বলতে পারে।”
আরও পড়ুনঃ যোগীর রাজ্যে দারুন পদক্ষেপ, এবার মন্দিরে চড়ানো দুধ যাবে অনাথ আর শহীদ পরিবারে
এয়ার চিফ মার্শাল মিডিয়ার ওই প্রশ্নেরও উত্তর দেন, যেখানে ওনাকে বলা হয়েছিল যে, বালাকোটে বোমাবাজির পর পাকিস্তানের কোন ক্ষতি হয়নি। উনি বলেন, যদি জঙ্গলেই বোমাবাজি হয়ে থাকত, তাহলে পাকিস্তানের বিদেশ মন্ত্রীর এর জন্য মিডিয়ার সামনে আসতেন না। আর পাকিস্তানের এই ব্যাপার নিয়ে রিঅ্যাক্ট করার ও দরকার ছিল না। কিন্তু ওঁরা এই ঘটনার পর আমাদের বায়ুসীমা লঙ্ঘন করেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NF0SIH
Bengali News