জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার তিন যায়গায় জঙ্গিদের সাথে সংঘর্ষে সেনাদের হাতে বড়সড় সাফলতা আসে। বিগত ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীরে সেনার হাতে খতম হয় পাঁচ জঙ্গি। মৃত জঙ্গিদের মধ্যে জইশ এ মহম্মদ এর কম্যান্ডার ও যুক্ত ছিল।
পাওয়া তথ্য অনুযায়ী সেনা আজ বান্দিপোড়ার হাজিনে দুই জঙ্গিকে খতম করেছে। এক জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। গতকাল বান্দিপোড়ার হাজিনে কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। তারপর সেনা সেই এলাকায় গিয়ে ঘেরাবন্দি করে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিরা একটি বাড়ির মধ্যে লুকিয়ে পরে।
Jammu & Kashmir: An encounter has started between terrorists and security forces at Imam Sahab area of Shopian. 2-3 terrorists are believed to be trapped in a residential house. More details awaited. pic.twitter.com/zDZdWKGnyd
— ANI (@ANI) March 21, 2019
তাছাড়াও সাপরে তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিরা সেনার উপর ফায়ারিং করে। বৃহস্পতিবার সাপোরে জঙ্গিরা পুলিশের উপর গ্রেনেড হামলাও করেছিল। ওই হামলায় এসএইচও মুদিসসর গিলানি এবং আরও একজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন।
আরেকদিকে জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় ২-৩ জন জঙ্গিকে ঘিরে ফেলার খবর আসছে। শোপিয়ান এর ইমাম সাহেব এলাকায় জঙ্গি আর সেনার মধ্যে সংঘর্ষ চলছে। শোনা যাচ্ছে সেখানে ২-৩ জন জঙ্গি লুকিয়ে আছে। এই ঘটনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Fu5Wxo
Bengali News