আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঙ্ঘের সভাপতি সালমান ইমতিয়াজ প্রতিবন্ধিত সংগঠন জামাত-এ-ইসলামি এর নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে প্রতিবাদ করার পর উত্তরপ্রদেশের রাজনীতির আবহাওয়া আবার গরম হয়ে উঠলো।
ছাত্র সঙ্ঘের বিক্ষোভের পর বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সর্বশক্তি নিয়ে এই ঘটনার বিরুদ্ধে রাস্তায় নামেন। তিনি এসএসপি এর সাথে দেখা করে ছাত্র সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করেন। এসএসপি যুব মোর্চার জেলা সভপতিকে এএমইউ প্রশাসনের কাছে এই ইস্যু নিয়ে পত্র লেখার আশ্বাস দেন।
বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি মুকেশ সিং বৃহস্পতিবার সমর্থকদের সাথে মিলে এসএসপি আকাশ কুলহিরর সাথে সাক্ষাৎ করে ছাত্র সঙ্ঘের সভাপতি সালমান ইমতিয়াজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
মুকেশ সিং জানান যে, এসএসপি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চিঠি লেখার আশ্বাস দেন। মুকেশ সিং বলেন, এএমইউ থেকেই কেন বারবার এরকম সংবেদনশীল মামলা ওঠে? এএমইউ এর ছাত্র সংগঠনের সভাপতি সালমান এই ব্যাপার নিয়ে মুখ খুলতে চাননি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H6kDZq
Bengali News