লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। গ্রাম থেকে শহরের অলি গলি চারিদিকে রাজনৈতিক আবহাওয়া গরম। সবাই নিজের নিজের দল আর নেতাদের গুণগান করছে। আর এরই মধ্যে উত্তরপ্রদেশ থেকে এক নৃশংস ঘটনা সামনে আসছে।
উত্তর প্রদেশের সজেতি থানা এলাকার দৌলতপুরে এক পুরোহিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে চরম সঙ্কটে পরেছেন। গ্রামের সমাজবিরোধী নূর আর তাঁর দলবল মিলে মন্দিরে গিয়ে পুজা করতে থাকা পুরোহিতকে বেধড়ক মারধর করে। মারধরের পর পুরোহিতকে মৃত ভেবে সেখানে ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পুলিশ খবর পেয়ে এসে স্থানীয়দের সাহায্যে ওই পুরোহিতকে হাসপাতালে ভর্তি করায়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাঁদের ধরার চেষ্টা চালাচ্ছে উঃপ্রঃ পুলিশ।
দৌলতপুর গ্রামের হনুমান মন্দিরে বিগত ২০ বছর ধরে মোনজ বাবা পুজা করে আসছেন। উনি কুম্ভ মেলা সেরে মন্দিরে আবার প্রতিনিয়ত পুজা-পাঠ শুরু করেছেন। সন্ধ্যেয় গ্রামের এক দোকানে আড্ডায় বসে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন।
আর এই খবর সমাজবাদী পার্টির সাথে যুক্ত সমাজবিরোধীদের কানে আসতেই, তাঁরা ক্ষোভে ফেটে পড়ে। সমাজবাদী পার্টির আশ্রিত গুন্ডা নূর ওই পুরোহিতকে সিএম যোগী আদিত্যনাথের প্রশংসা না করার হুমকি দেয়। কিন্তু পুরোহিত তাঁদের হুমকিতে কর্ণপাত করেন নি। এরপর নূর তাঁর ভাই আলী আর তাঁদের সাঙ্গপাঙ্গ নিয়ে মন্দিরে গিয়ে মোনজ বাবা (পুরোহিত) কে বেধড়ক মারধর করে।
এলাকার এক বাসিন্দা রামবাবু জানান, সকালে মন্দিরে গেলে পুরোহিতকে মেঝেতে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপর তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে ওই পুরোহিতকে হাসপাতালে ভর্তি করায়।
রামবাবু জানান, পুরোহিতকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার সময় নূর আর তাঁর ভাইয়েরা আমাদের রাস্তায় আটকে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ মনোজ বাবা আর রামবাবুর অভিযোগের পর নূর আর তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে নেয়। মনোজ বাবা বলেন, এই দুই ভাই কিছুদিন আগে ঘোষণা করেছিল যে, এলাকায় কেউ বিজেপির হয়ে প্রচার করলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FqIVtO
Bengali News