২০১৯ এর আগে দেশে এমন রাজনৈতিক উঠালপাথাল সৃষ্টি হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। একদিকে রাজ্যের মমতা বনাম CBI এর ঘটনা দেশ উঠালপাথাল করেছে তো অন্যদিকে পশ্চিমবঙ্গে লাগাতার বিজেপির রালি আটকানো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মমতা সরকার নানা টালবাহানা করে বিজেপির বড় নেতাদের রালিতে ব্যাঘাত দেওয়ার চেষ্টা করেছে। কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ বালুরঘাটে সভা করতে আসতে চাইলে মমতার প্রশাসন যোগীর হেলিকপ্টার নামার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়। এরপর পুরুলিয়ার সভার জন্য হেলিকপ্টার নামার বিষয়েও নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় মমতা ব্যানার্জীর সরকার। অবশ্য এবার আর আটকানো সম্ভব হয়নি যোগী আদিত্যনাথকে। যোগী আদিত্যনাথ তার হেলিকপ্টার বোকারোতে ল্যান্ডিং করিয়ে সেখানে থেকে সড়ক পথে পুরুলিয়া পৌঁছে যান।
পুরুলিয়া পৌঁছে যোগী আদিত্যনাথ মমতা ব্যানার্জীর শাসনের উপর কড়া আক্রমন করেন। আজ সকালে মিডিয়ায় কাছে মমতা ব্যানার্জী বলেছিলেন যে উত্তরপ্রদেশকে ঠিকমতো সামলাতে পারছে না যোগী আদিত্যনাথ। আজ পুরুলিয়াতে মমতার সেই কটাক্ষের জবাব দিয়ে যোগীজি বলেন, উত্তরপ্রদেশের গুন্ডারা যেভাবে নিজের প্রাণের ভিক্ষা চাইছে, পশ্চিমবঙ্গে BJP এলে TMC এর গুন্ডাদেরও সেই অবস্থা হবে।
যোগী আদিত্যনাথ বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আর উত্তরপ্রদেশেও পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গে ১০০ এর বেশি জন মানুষ মারা গিয়েছে কিন্তু উত্তরপ্রদেশে কোনো অশান্তি ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। যোগী আদিত্যনাথ বলেন এবার বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সমর্থনে এগিয়ে আসবে এবং পুন্যভূমি পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবে।
নিজের ভাষণ শেষ যোগী আদিত্যনাথ বাংলার মাটিকে কোটি কোটি প্রমান জানান এবং জয় শ্রী রাম শ্লোগান দেন। যোগী বলেন উত্তরপ্রদেশে গুন্ডারা এনকাউন্টার হওয়ার ভয়ে গলায় ক্ষমা চাওয়ার কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়ায়, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এলে সেই অবস্থা TMC এর গুন্ডাদেরও হবে। যোগী আদিত্যনাথ বলেন বিজেপি পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এই বাংলা মাটির দান, তাই পশ্চিমবঙ্গে বিজেপি আসা আবশ্যক। বাংলা থেকেই জাতীয় সংগীত, জাতীয় গীতের উৎপত্তি। বাংলা ভারতের স্বাধীনতার প্রতীক আর এখন আরো একবার পশ্চিমবঙ্গকে মমতার কুশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে ডাক দেন যোগী আদিত্যনাথ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Bnt3qG
Bengali News