-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং নিউজঃ লোকসভা ভোটের আগে রাম মন্দির নিয়ে বড় ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

- February 05, 2019

মঙ্গলবার দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন রাম মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন। উনি বলেন, আগামী নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আনুমানিক চার মাস রাম মন্দির নিয়ে কোন আন্দোলন হবেনা।

উনি বলেন, ‘এই ঘোষণার পর এবার আমদের উপর কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমরা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের তাবেদারি করছি, অথবা তাঁদের প্রচারের জন্য তাঁদের সুবিধা করে দিচ্ছি” উনি বলেন, রাজনৈতিক আবহাওয়া পরিষ্কার এবং স্বচ্ছ রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি বিজেপি সরকারে প্রশংসা করে বলেন, সরকারের মনস্কামনা পরিষ্কার। কিন্তু কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে।

উনি এও বলেন যে, আমদের ধর্ম সংসদই আসল যেটা বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত। আমরা ১৯৮৪ থেকে রাম মন্দিরের জন্য আন্দোলন করে আসছি। রাম মন্দিরের নির্মান ও আমরা করব। বাকি কিছু মানুষ রাজনৈতিক চরিতার্থ সফল করার জন্য রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে আগামী নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে।

এর আগে ৩০শে জানুয়ারি সরকারকে সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে ধর্ম সংসদ অযোধ্যায় রাম মন্দির বানানোর ঘোষণা করেছিল। পরম ধর্ম সংসদের প্রধান স্বরুপানন্দ সরস্বতী বলেছিলেন, ‘আগামী ২১শে ফেব্রুয়ারি রাম মন্দিরের শিলন্যাস করা হবে। উনি এও বলেছিলেন, ‘রাম মন্দিরের জন্য বলিদান দেওয়ার এটাই উপযুক্ত সময়। মন্দিরের জন্য শান্তিপূর্ণ আর অহিংসক আন্দোলন চালানো হবে। বসন্ত পঞ্চমির পর আমরা অযোধ্যায় দিকে রওনা দেবো। আমাদের আটকানো হলে, আমরা গুলি খাওয়ার জন্যও প্রস্তুত থাকব”

অযোধ্যা মন্দির মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে। ২৯শে জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ বিচারকের বেঞ্চে জাস্টিস এস.এ বোবডের অনুপস্থিতিতে শুনানি আবার পিছিয়ে যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DdAi4Q
Bengali News
 

Start typing and press Enter to search