ভারতের মোদী সরকার সুরক্ষা ক্ষেত্রে একের পর এক বড় সিধান্ত নিয়েই চলেছে। ভারত সরকার দেশের নিজ সুরক্ষার জন্য সুরক্ষাক্ষেত্রে এত বিকাশ করছে। আসলে ভারতের বহু সংখক হিন্দু খুবই উদারবাদী হওয়ার কারণে বার বার ভারতে আক্রমন হয়ে থাকে। বার বার আক্রমন হওয়ার কারণে বিশালাকায় ভারত আজ অনেকটা ছোটো হয়ে গেছে। এমনকি আজও নিজের অখণ্ডতা বজায় রাখার জন্য লড়াই চালাচ্ছে।তবে মোদী সরকার ভারতকে শক্তিশালী হওয়ার দিশাতে নতুন গতিতে কাজ করছে। জানিয়ে দি ভারত এখন বেশ কয়েকটি সিক্রেট মিশনের উপরেও কাজ করছে যা ভারতকে সর্বশক্তিমান হওয়ার পথে গতি দেবে।
ভারতের বিজ্ঞানীরা লাগাতার বিশেষ কিছু মিসাইল, ইলেক্ট্রনিক হাতিয়ারের উপর কাজ করছে যা নিমেষের মধ্যে শত্রুপক্ষের অবস্থা খারাপ করতে সক্ষম। জানিয়ে দি, ভারতে এই সময় যে সিক্রেট মিশন চালানো হচ্ছে তার মধ্যে মাত্র ২ টি হাতিয়ারের বিষয়ে সামান্য তথ্য সামনে এসেছে। এক KALI 5000 এবং অন্যটি সূর্য মিসাইল। আমরা india rag এর তরফ থেকে আগেই KALI 5000 এর বিষয়ে জানিয়েছিলাম যা অদৃশ্য হয়ে আক্রমন করতে পারে।
তবে এই হাতিয়ার ছাড়াও ভারত সূর্য মিসাইলের উপরেও কাজ করছে যার শক্তি যে কোনো শত্রুদেশকে ভয়ভীতি করে তুলবে। জানিয়ে দি সূর্য মিসাইল একসাথে ৬ টি অস্ত্র একসাথে প্রয়োগ করতে সক্ষম। সূর্য মিসাইল বিশ্বের যেকোনো প্রান্তে আক্রমন করতে সক্ষম। এই মিসাইলের রেঞ্জ ১২,০০০ কিমি থাকবে যার অর্থ এই মিসাইলের রেঞ্জের মধ্যে পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ওসিয়ানিয়া, আলাস্কা ও উত্তর কানাডা আসবে।
জানিয়ে দি, ভারতের পরম শত্রু দেশের কাছে যে মিসাইল রয়েছে তাতে ২০০০ কিমি রেঞ্জ রয়েছে। অন্যদিকে ভারতের সূর্য মিসাইল এক ঝটকায় ১২০০০০ কিমির মধ্যে থাকা পাকিস্থানের মতো ৬ টি দেশকে ধ্বংস করে দিতে পারবে। যদিও এই মিসাইল শুধুমাত্র দাপট বজায় রাখার জন্যই ভারত ব্যাবহার করবে। ভারত এক উদারপন্থী দেশ হওয়ায় কখনোই শক্তির দুর্ব্যবহার করবে না। তবে এই মিসাইলের উপর বেশকিছু গোপন তথ্য রয়েছে যা প্রকাশ করতে অস্বীকার করেছে ভারত সরকার। এই সমস্ত তথ্যকে সার্বজনীক করতে প্রস্তুত নয় বলে জানিয়েছে DRDO কর্তৃপক্ষ।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ToLr9L
Bengali News