এমাসের ৫ই ফেব্রুয়ারি পুরুলিয়ায় গণতন্ত্র বাঁচাও সভা করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথ। ওই সভায় রাজ্যে হিন্দুত্বের ডঙ্কা বাজাতে চলেছেন উনি। শুধু পুরুলিয়ায় না, গোটা রাজ্য জুড়ে যোগী আদিত্যনাথের সভার প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি। এর আগে ত্রিপুরা, কর্ণাটক, রাজস্থান, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে নির্বাচনি প্রচারে গেছিলেন যোগী আদিত্যনাথ।
একটি পরিসংখ্যান অনুযায়ী যোগী যেখানে যেখানে সভা করেছেন, সেখানের বেশিরভাগ যায়গায় বিজেপি বিপুল জনমত নিয়ে জয় পেয়েছে। জঙ্গলমহলের মধ্যে পুরুলিয়া বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেই জঙ্গলমহলে নির্বাচনি প্রচারে হিন্দুত্বের ঝড় তুলতে আসছেন যোগী জি।
যোগী আদিত্যনাথের সভার নির্ঘন্ট হওয়ার পর তৃণমূল ও ওই দিনে পুরুলিয়ায় অভিষেক ব্যানার্জী কে দিয়ে সভা করানোর প্রস্তুতি নিয়েছিল তৃণমূল। তৃণমূলের থেকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছিল যোগীর সভা থেকে বেশি লোক হবে তৃণমূলের সভায়। কিন্তু সভার দিন সামনে আসতেই সভা বাতিল করে দিলো তৃণমূল।
কারণ তাঁরা আগেই বুঝতে পেরেছিল যে যোগীর সভার টেক্কা দেওয়া সম্ভব না। এই কারণেই সন্মান বাঁচাতে ওই দিন অভিষেক এর সভা বাতিল করল তৃণমূল। পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী তৃণমূলের এই সভা স্থগিত করার কথা মিডিয়াকে জানান। তবে ৫ই ফেব্রুয়ারির পরিবর্তে কবে সভা করা হবে, সেটাও জানান নি।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2HMIWwG
Bengali News