যোগী সরকারের অর্থমন্ত্রী রাজেস আগরবাল বলেন, বর্তমান বাজেট ৪ লক্ষ ৭৯ হাজার ৭০১ কোটি ১০ লক্ষ টাকা (৪,৭৯,৭০১,১০)। যেটা ২০১৮-২০১৯ এর বাজেটের থেকে ১২ শতাংশ বেশি। বাজেটে ২১ হাজার ২১২ কোটি ৯৫ লক্ষ টাকার নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রী রাজেশ আগরবাল আয়ুষ্মান ভারত যোজনার জন্য ১২৯৮ কোটি টাকার ঘোষণা করেছেন। সামান্য বর্গের মানুষদের জন্য ৮৫০ কোটি, স্বচ্ছ গ্রামীণ মিশনের জন্য ৫৮ কোটি টাকার ঘোষণা করেছেন তিনি। স্মার্ট সিটি মিশনের জন্য দুই হাজার কোটি টাকা। ডিফেন্স করিডরের জমির জন্য ৫০০ কোটি। মধ্য গঙ্গা খাল প্রকল্পে ১৭২৭ কোটি।
মথুরার অত্যাধুনিক দুগ্ধ প্রকল্পের জন্য ৫৬ কোটি টাকার ঘোষণা করেছেন উনি। কন্যা সুমঙ্গলা যোজনার জন্য ১২০০ কোটি টাকা। বাণ সাগর যোজনার জন্য ১২২ কোটি টাকার ঘোষণা করেছেন যোগী সরকারের অর্থমন্ত্রী রাজেশ অগরবাল।
অর্থ মন্ত্রী রাজেশ অগরবাল প্রাদেশিক বিমান পরিসেবার জন্য ১৫০ কোটি। পিছিয়ে পরা মানুষদের জন্য ১৫১৬ কোটি। এয়ারপোর্টের ভূমি অধিগ্রহণের জন্য ৮০০ কোটি। অঙ্গনওয়ারি কর্মীদের জন্য ১৯৮৮ কোটি। কিশোরি বালিকা যোজনার জন্য ১৫৬ কোটি টাকার ঘোষণা করেন তিনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Gb2dGk
Bengali News