-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

Video:টিভি বিতর্কে মহিলা গেস্ট এর সাথে মারপিট করলেন মৌলানা!! সমর্থনে এগিয়ে মারপিট করলেন সিপিএম নেতা।

- July 17, 2018
গতকাল জী হিন্দুস্থান চ্যানেলে তিন তালাক সংক্রান্ত ডিবেট চলাকালীন এক মুসলিম ধর্মগুরু মৌলানা কাশিম এক মহিলা গেস্ট এর উপর আক্রমণ করে বসেন। এই মৌলানা বিতর্কের প্রথম দিক থেকেই ষ্টুডিওতে উপস্থিত দুই মহিলার সাথে জগন্য ব্যাবহার করেন এবং ব্যাক্তিগত আক্রমণ করেন। প্রথমে এই ভিডিও দেখুন-

মৌলানা ডিবেটে তিন তালাক ও হালালার মতো কুপ্রথার সমর্থন করছিলেন এবং মহিলাদের সাথে বাজে ব্যবহার করছিলেন। বিতর্কে মৌলানা মহিলাদের গালাগালি করেন তারপর তাদের কাঁদান এবং তারপর অথিতি মহিলার সাথে মারপিট করেন। ভিডিও দেখুন-

তবে এখানেই ঘটনা থামেনি, মৌলানা মারপিট করার পর উনার সমর্থনে এগিয়ে আসেন এক সিপিএম নেতা। আসলে সিপিএম নেতা আমির হায়দার জেদি জী হিন্দুস্থান এর ষ্টুডিওতে উপস্থিত ছিলেন যিনি মৌলানা কাশিমেরে সমর্থনে বেরিয়ে আসেন এবং তিনিও মারপিট করার অবস্থায় চলে আসেন। সিপিএম এর সমর্থন-




24 Ghanta
 

Start typing and press Enter to search