-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তাজমহলের পর এবার জামা মসজিদ নিয়ে শুরু বিতর্ক।জামা মসজিদ না যমুনা মন্দির ! কি বললেন বিজেপি নেতা ?

- December 08, 2017

জামা মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।তিনি বলেন, মোঘল সম্রাটরা প্রায় ৬০০০ ঐতিহাসিক সৌধ ভেঙে গুড়িয়ে দেন যার মধ্যে ছিল অনেক মন্দিরও।' উনার মতে দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির এবং তাজ মহল ছিল তোজো মহালয়া।তিনি আরও বলেছেন, মুসলিমরা দেশের বহু ঐতিহ্যশালী মন্দির,ইমারত ভেঙে ফেলেছে। তার মধ্যে হিন্দুরা রাম জন্মভূমি বা শ্রী কৃষ্ণের জন্মভূমি মুথুরার মতো কিছু জায়গাকে বাঁচিয়ে রাখতে পেরেছিল।


রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মানের দাবি থেকে বিজেপি যে কোনোমতেই সরে আসবে না সেটাও স্পষ্ট করে দেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। কাটিয়ারের নেতা ইমাম রশিদী এর সমালোচনা করে বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে দেশে।তিনি আরোও বলেন, ভারতবর্ষ কখনোই হিন্দুরাষ্ট্র হতে পারে না।কারণ এখানে অনেক ধর্ম,বর্ন ও সম্প্রদায়এর মানুষ বাস করে।রশিদী আরো খোঁচা মেরে বলেন, অযোধ্যা ইস্যু বর্তমানে মিটবার পথে,তাহলে কি এবার কাশী বা জামা মসজিদ নিয়েও বিজেপি বিদ্বেষ করবে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস ভগবান রামের জায়গায় মসজিদ করার চেষ্টা করছে,কিন্তু সেটা আমরা কখনোই হতে দেব না।

source
 

Start typing and press Enter to search