-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আবারও দিল্লির ট্যাক্সিতে গণধর্ষন এক মহিলার..

- November 17, 2017

মাথায় বন্ধুক ঠেকিয়ে এক মহিলাকে গণধর্ষণের পর তাঁর গয়না, টাকা, ফোন লুঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ট্যাক্সিচালক ও তার সঙ্গীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডায়।মহিলার পরিবার ও বন্ধুদের দাবি, ওই দুই অভিযুক্ত ধর্ষণের ভিডিও রেকর্ডিংও করে রাখে। পুলিশের কাছে গেলে সেই ভিডিও বাজারে ছেড়ে দেওয়া হবে বলেও মহিলাকে হুমকি দেয় তারা।
মহিলা পুলিশকে জানান, রোহিনিতে যাওয়ার জন্য দিল্লির হজ খাস এলাকা থেকে একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ধৌলা কুঁয়া থেকে ট্যাক্সিতে আরও এক ব্যক্তিকে গাড়িতে তোলে চালক। কিছু দূর এগোতেই হঠাত্ই গাড়ির মুখ ঘুরিয়ে গ্রেটার নয়ডার পারি চক এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই চালক এবং গাড়িতে থাকা ওই ব্যক্তি তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর পরনের গয়না, ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয় তারা। বুধবার ভোর ৫টায় কোনও রকমে নিজের বাড়িতে পৌঁছন মহিলা। তার পরই তাঁর পরিবার পুলিশকে গোটা বিষয়টি জানিয়ে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের করেন ট্যাক্সিচালক ও তার সঙ্গীর বিরুদ্ধে। দিল্লি পুলিশের অ্যাডিশনাল ডিসিপি (দক্ষিণ) চিন্ময় বিসওয়াল বলেন, “হজ খাস থানায় একটি গণধর্ষণ ও ডাকাতির মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার জন্য একটা বিশেষ দল গঠন করা হয়েছে।”

 

Start typing and press Enter to search