আসানসোল: মুম্বাই রেল দুর্ঘটনার পর সপ্তাহখানেক আগেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরেন্দ্র রাও আসানসোল ডিভিশন এ আসেন।সেদিনই তিনি আসানসোল ডিভিশনের ফুটওভারব্রিজ নিয়ে আলোচনা করেন।তখনি আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রশান্ত মিশ্র জানান,বহু পুরানো ২ ও ৫ নম্বর প্লাটফরমের সংযোগ কারী রেল সেতুর নিচের দিকের দুজায়গায় মোট পাঁচটি চ্যানেল,জয়েন্ট ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে।তার নির্দেশে ডিভিশনাল ইঞ্জিনিয়ার (হেড কোয়ার্টার্স) এম আর মুখোপাধ্যায় শনি ও রবি বার কাজ করে ঐসব ভাঙা বা ক্ষয়ে যাওয়া লোহার অংশ গুলো বদলানোর ব্যবস্থা করেন।প্রসঙ্গত,প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে অন্তত ১৮ থেকে ২০ হাজার রেল যাত্রী যাতায়াত করেন।অনেকে ট্রেনের দেরি দেখলে এখানে দাঁড়িয়ে অপেক্ষাও করেন।ডিভিশনাল ইঞ্জিনিয়ার বলেন,'
ডিআরএম সাহেব কে বলতেই উনি নিজে ব্লক নেওয়ার নির্দেশ দেন।সেইমতো আমরা ব্লক নিয়ে যা চোখে পড়েছে সব পয়েন্ট জানিয়েছি।'ডিআরএম বলেন,'ইঞ্জিনিয়ার দপ্তর কে নির্দেশ দিয়ে জানিয়েছি ,আমাদের ডিভিশন এ নতুন বা পুরানো সমস্ত ফুট ওভারব্রিজ দেখে কোথাও কোনোরকম সংস্কার করতে হলে তা যেন অবিলম্বে করা হয়।কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাতে হবে।'তিনি জানান, ইতিমধ্যে নতুন করে ১০ টি স্টেশন এ ফুটওভারব্রিজ এই জন্য পূর্ব রেলের জিএম এর কাছে প্রস্রাব পাঠানো হয়েছে।যার মধ্যে পনাগড়,অন্ডাল,দুর্গাপুর,জসিডি, মধুপুর-সহ বিভিন্ন স্টেশন রয়েছে।আসানসোলের নিতযাত্রী সুব্রত মন্ডল বলেন' এটা খুব জুরুরি ছিল ।যেমন দুর্গাপুর আর অন্ডাল এ ওভারব্রিজ দিয়ে নামতে গেলে দুটো সিঁড়ি মনে হয় আলগা হয়ে রয়েছে।এটাও ডিআরএম দেখলে ভালো হবে।'
24 Ghanta
Source-eisamay