সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি বিতর্ক মূলক রায় দেন,যাতে বলা হয় দিল্লিতে তে বাজি বিক্রয় করা যাবে না।প্রদত্ত কারণ ছিল যে দূষণের পরিমান দিল্লিতে বেড়ে যাচ্ছে।কিন্তু এই রাইয়ের সব থেকে খারাপ প্রভাব পড়ে পটকা ব্যাবসায়ীদের উপর কারণ তারা দীপাবলি সামনে আসছে দেখে তাদের গুদামে বাজি জাতীয় জিনিস জমা করেন এই ভেবে যে পটকা বিক্রয় করে অন্যদের সাথে সাথে নিজেদের দীপাবলি ও রঙ্গিন করবেন।কিন্তু সুপ্রিম কোর্টের রায় তাদের উপর বজ্রপাতের মতো পড়ে।
তাহলে আপনাদের জানিয়েদি করা এই শিশুদের কাঁধে বন্ধুক রেখে বন্ধুক চালিয়েছেন তাদের নাম এডভোকেট গোপাল শঙ্করনারায়ণ,সৌরভ ভাসানী এবং এডভোকেট অমিত ভান্ডারি।এই অমিত ভান্ডারি বাজি ব্যান এ যার সবচেয়ে যোগদান বেশি তিনি কংগ্রেস এর একজন নেতা এবং সুপ্রিম কোর্টের উকিল এডভোকেট মানু সিং এর সাথে কাজ করেন।ইনিই কোর্টে বলেন যে দিল্লিতে দূষণ বেড়ে যাচ্ছে যার কারণে বাচ্চা দের ফুসফুসে সমস্যা দেখা দিচ্ছে ফলে বাচ্চা দের বিকাশ হচ্ছে না।
অনেকে মনে করছেন কংগ্রেস এইসবের মধ্যে দিয়ে হিন্দু বিরোধী মনোভাব দেখিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা এই মামলা করে পটকা ব্যাবসায়ী দের দীপাবলি তে জল ঢেলে দিয়েছেন।
Ei Samay