জামুরিয়া: দুদিন ধরে নিখোঁজ থাকার পরে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার হলো জামুরিয়ার কদমখন্ডি অঞ্চল থেকে।সোমবার সকালে দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে,মৃত পুলিশ কর্মীর নাম পীযুষ মন্ডল(৩৩),বাড়ি ঝাড়খন্ডের নলা থানার কালিপাহাড়ি গ্রামে।ভাইফোঁটার দিন গত ২১ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিলেন পীযুষ।সোমবার সকালে অজয় নদের ধারে কদমখন্ডি এলাকার একটা ঘাটের কাছে দেহটি ভেসে উঠে।খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে।সেখানে তার ময়নাতদন্ত হয়।জানা গিয়েছে পীযুষ এর মাথায় আঘাতের চিহ্ন ছিল,তার বাঁ হাত ভাঙা ছিল।তাছাড়া গলায় ফাঁসের দাগও দেখা গিয়েছে।জামতাড়া জেলার পুলিশ সুপার জয়া রায় বলেন ,'পীযুষ গ্রামীন পুলিশে কাজ করতেন,কাজে খুবই দক্ষ ছিলেন।শুনছি কোনো ফোন পেয়ে ২১ এ অক্টোবর তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।তারপরে আর ফেরেননি।আসানসোলের পুলিশ এর তরফে খবর পাওয়া গিয়েছে যে তার দেহ উদ্ধার হয়েছে আর দেহে আঘাতের চিহ্নও রয়েছে।আমাদের পুলিশ জামুরিয়া গিয়ে তদন্ত করবে।তবে পীযুষ কে নলাতে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে না জামুরিয়া নিয়ে গিয়ে মারা হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।আমরা দোষীদের খুঁজে বের করবো।'পিযুষের ভাই গৌতম মন্ডল বলেন,"দাদাকে গলায় ফাঁস দিয়ে মারার পর মাথায় আঘাত করা হয়েছে।যে গ্রামের দায়িত্ব এ ও ছিল সেখানে অত্যন্ত ১০ জন কুখ্যাত অপরাধী আছে।তারা সব ধরণের অপরাধ করে থাকে।আমরা ২২ এ অক্টোবর মিসিং ডায়রি করেছিলাম। আজ খুনের অভিযোগ করেছি।'
Source-eisamay
Source-eisamay