এখন নতুন নিয়মে প্রতিদিন ওঠানামা করে পেট্রল, ডিজেলের দাম। কিন্তু সরকারের এদিনের সিদ্ধান্তে স্বাভাবিকের থেকেও কমল দাম।মঙ্গলবার রাত বারোটা থেকেই সস্তা হয়ে যাবে পেট্রল, ডিজেল। কেন্দ্রীয় সরকার দুই জ্বালানী থেকেই ২ টাকা করে এক্সাইজ ডিউটি কমিয়ে দিল। এমনটা যে হবে সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছিলে দীপাবলীর আগেই বহির্শুল্ক কমিয়ে দেওয়া হবে। তবে সেটা দীপাবলীর অনেক আগে ৪ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে।
রাজধানী দিল্লিতে মঙ্গলবার পেট্রলের দাম ছিল ৭০.৮৮ টাকা। এক্সাইজ ডিউটি কমে গেলে সেই দামটাই হয়ে যাবে ৬৮.৮৩ টাকা। ডিজেলের দাম হবে ৫৭.০৭ টাকা। কলকাতায় এখন পেট্রলের দাম লিটার প্রতি ৭৩ টাকার আশপাশে। ডিজেলের দাম ৬১ টাকা ৩৪ পয়সা লিটার। দুই ক্ষেত্রেই দু’টাকা করে দাম কমবে।
Source-Ei Samay