কয়েকদিন আগেই হিন্দু যুব বাহিনীর সমর্থকরা তাজের ভেতরে দাঁড়িয়ে শিব চালিসা পড়তে গেলে তাঁদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিব মন্দিরই ছিল।হিন্দু যুব বাহিনীর বক্তব্য হয় ওখানে নামাজ পড়া বন্ধ হোক নতুবা শিবের প্রার্থনা করতে দেওয়ার অনুমুতি দেওয়া হোক।
শিবের উপাসনা না নামাজ? কি হবে ভবিষ্যতে তাজমহলে!
