আধিপত্য বিস্তারের লক্ষে আরো একবার মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় নিজেদের ঘাঁটি মজবুত করতে শনিবার দিন আগরতলায় পৌঁছেছিলেন দেবাংশু ভট্টাচার্য্য। যদিও সেখানে নেমেই পুলিশের বাধার মুখে পড়ে দেবাংশুরা।
ফেসবুকে একটি লাইভ ভিডিও করে দেবাংশু ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, তৃণমূল এবং বিজেপির কর্মীরা মুখোমুখি হয়েছে। দুই পক্ষ সামনা সামনি আসার ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেবাংশু ভিডিওতে বলে যে, আগরতলায় তাঁদের তৃণমূলের পতাকা লাগাতে বাধা দিচ্ছে বিজেপির কর্মীরা।
দেবাংশু বলে, আমাদের ভয়ে বিপ্লববাবু কাঁপছেন। ২৩ শে ত্রিপুরার পরিবর্তন ঘটবে তখন আমার পতাকা লাগবো। আমদের পুলিশ এসে বলছে যে ওই জায়গায় পতাকা লাগাবেন না, ওই জায়গাটা বিপ্লব বাবু কিনে নিয়েছেন? উনার ব্যাক্তিগত সম্পত্তি? প্রশ্ন তোলেন দেবাংশু।
দেবাংশু আরো বলে, এটা রাস্তা এখানে যে কেউ পতাকা লাগাতে পারে, এখানে বিজেপিও নিজেদের কর্মসূচি করতে পারে, আমারও করতে পারি। কিন্তু আমাদের পতাকা লাগাতে দিচ্ছে না। এতে বোঝা যায় বিপ্লব বাবুর ভয় পেয়েছেন। ২৩ শের ললাট লিখন বুঝতে পেরেছেন। পরিবর্তন আসছে, মানুষ প্রস্তুত।
The post আমাদের ভয়ে কাঁপছেন বিপ্লব বাবু, বড়ো পরিবর্তন আসছে: দেবাংশু ভট্টাচার্য্য first appeared on India Rag .from India Rag https://ift.tt/3rO4wUZ
Bengali News