-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আলগাওবাদীদের মাথায় বাজ, খুব শীঘ্রই নিষিদ্ধ করতে চলেছে মোদী সরকার

- August 22, 2021

নয়া দিল্লিঃ জম্মু কাশ্মীরের হুরিয়ত কনফারেন্সের (Hurriyat Conference ) দুটি গোষ্ঠীর বিরুদ্ধে কেন্দ্র সরকার খুব শীঘ্রই বড়সড় অ্যাকশন নিতে চলেছে। হুরিয়ত কনফারেন্সের দুটি গ্রুপের বিরুদ্ধে UAPA অনুযায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। জম্মু কাশ্মীরের আধিকারিকরা জানিয়েছেন যে, কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন হুরিয়তের দুটি সংগঠনের উপর অবৈধ গতিবিধি অধিনয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বলে দিই, ১৯৯৩ সালে ২৬টি সংগঠনের সঙ্গে হুরিয়ত কনফারেন্সে অস্তিত্বে এসেছিল। যার মধ্যে কিছু পাকিস্তান সমর্থক আর নিষিদ্ধ সংগঠন যেমন জামাত-ই-ইসলামি, জেকেএলএফ-র মতো সংগঠনগুলি যুক্ত ছিল। এদের সঙ্গে পিপলস কনফারেন্স আর মীরবাইচ উমর ফারুকের নেতৃত্বাধীন আওয়ামী অ্যাকশন কমিটিও ছিল।

এরপর আলগাবাদীদের এই সংগঠন দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে নরমপন্থী মীরবাইচ ছিল অন্যদিকে কট্টরপন্থী সংগঠনের নেতৃত্বে ছিল সৈয়দ আলি শাহ গিলানি।

কেন্দ্র এখনও পর্যন্ত জামাত-ই-ইসলামি আর জেকেএলএফকে UAPA ধারায় নিষিদ্ধ করেছে। ২০১৯ সালে মোদী সরকার এই দুই সংগঠনকে নিষিদ্ধ করেছিল।

The post আলগাওবাদীদের মাথায় বাজ, খুব শীঘ্রই নিষিদ্ধ করতে চলেছে মোদী সরকার first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3sKuTeP
Bengali News
 

Start typing and press Enter to search