দিল্লী দাঙ্গায় হাত থাকার দরুন গ্রেফতার হওয়া উমর খালিদের জেলে ৩০০ দিন পূর্ন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে উমর খালিদের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তাকে মুক্ত করার দাবি তুলেছিল। শনিবার দিন বেশকিছু উমর খালিদ সমর্থক সোশ্যাল মিডিয়ায় #UmarKhalidKoRihaKaro হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে। এক্ষেত্রে বহু খ্যাতিনাম লোকজন নিজের প্রতিক্রিয়া জানায়।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও এই ইস্যুতে পোস্ট করেন। স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উমর খালিদের মুক্তির দাবি তোলেন। ২০২০ সালে দিল্লী দাঙ্গা মামলায় উমর খালিদ গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার ৩০০ দিন পূর্ন হওয়ায় স্বরা ভাস্কর টুইট করে তাকে মুক্ত করার দাবি তোলেন।
স্বরা ভাস্কর বলেন, উমর খালিদকে মুক্ত করতেই হবে। স্বরা ভাস্করের এই টুইটের পর অনেকে অভিনেত্রীকে ট্রোল করেন। অন্যদিকে অভিনেতা গাজেন্দ্র চৌহান উমর খালিদের গ্রেফতার হওয়ারকে যুক্তি-সংগত বলে দাবি করেন। গাজেন্দ্র চৌহান খোলাখুলি উমর খালিদকে দেশদ্রোহী আখ্যায়িত করেন।
গাজেন্দ্র চৌহান লিখেন, ” উমর খালিদ ৩০০ দিন ধরে জেলে আছে। এটাই আপনাদের একটা ভোটের শক্তি। দেশের গদ্দারদের এইভাবে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।” স্পষ্টতই উমর খালিদের ইস্যুতে স্বরা ভাস্করদের মতো লোকজন সহানুভূতি রাখলেও, অধিকাংশজন তাকে জেলের মধ্যে রাখাটাই উপযুক্ত মনে করেন।
The post উমর খালিদকে জেল থেকে মুক্ত করার দাবি তুললেন স্বরা ভাস্কর! বললেন- মানতে হবে আমার দাবি first appeared on India Rag .from India Rag https://ift.tt/3raeoI4
Bengali News