কলকাতাঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে ওনাকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। কদিন আগেই তৃণমূল নেত্রীকে নোটিশ পাঠিয়েছিল কমিশন। সেবার নির্বাচনী প্রচারে গিয়ে মুসলিমদের এক হয়ে ভোট দেওয়ার আবেদন করার কারণে ওনাকে নোটিশ পাঠানো হয়েছিল। আর এবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে ওনাকে নোটিশ পাঠানো হয়ছে।
Election Commission of India issues notice to CM & TMC leader Mamata Banerjee asking her to explain her stand by 10th April, regarding her statements against Central Forces on 28th March & 7th April
This is the second notice issued to her by Election Commission#WestBengalPolls pic.twitter.com/yO7oy1HLhc
— ANI (@ANI) April 9, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রাপ্ত খবর অনুযায়ী, কমিশনের তরফ থেকে পাঠানো দ্বিতীয় নোটিশে বলা হয়েছে যে, ওনার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে করা মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি কীসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন, সেটা ওনাকে জবাব দিতে হবে। আগামীকাল ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনের দিনে ওনাকে এই নিয়ে জবাবদিহি করতে বলেছে কমিশন।


The post CRPF-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী! কড়া চিঠি পাঠিয়ে জবাব চাইল কমিশন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Rh5o69
Bengali News