বিশ্বে বহু সভ্যতার উত্থান হয়েছে এবং সময়ের সাথে সাথে পতন ঘটেছে। তবে একমাত্র ভারতীয় সভ্যতা যার সূর্য এখনও অবধি অস্ত যায়নি। ভারতীয় সভ্যতা বহু যুগে কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে গেছে তা সত্ত্বেও আবারও নিজের সংস্কৃতির শক্তি দ্বারা শক্তিশালী হয়েছে। বলা হয় ভারতীয় সভ্যতার এমন জীবন্ত থাকার মূল শক্তি ভারতের আধ্যাত্মিকতা। আর ভারতের আধ্যাত্মিকতার মেরুদন্ড গেরুয়াধারী সাধু সন্ন্যাসীরা।
তবে এই মেরুদন্ডকে দুর্বল করার জন্য কট্টরপন্থীরা উঠেপড়ে লেগেছে। হিন্দু গেরুয়াধারীদের নেশাখোর, ভন্ড সাজানোর জন্য এক বিশেষ শক্তি লাগাতার অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সাধুর সাজে এক কট্টরপন্থী ধরা পড়েছে।
কট্টরপন্থীর নাম আলী খান, তার বাবার নাম মহম্মদ খান। কট্টরপন্থী সাধুর সাজে হিন্দুদের ঠকিয়ে জনতার টাকা লুট করে। এক সচেতন হিন্দু যুবক এই কট্টরপন্থীকে দেখলে তার সন্দেহ হয়। যারপর ওই হিন্দু যুবক এই উন্মাদীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
महादेव का त्रिशूल, रुद्राक्ष, डमरू और त्रिपुंड धारण किये पकड़ा गया "अली खान" ….
धारण किया था "भगवा" और बना चुका था कई हिंदुओं को अपना भक्त भी..
बाद में जो भी अधर्म होता उसमें बदनाम होते "सनातनी सन्त"…. pic.twitter.com/UuSRmM2Eat
— Sudarshan News (@SudarshanNewsTV) April 9, 2021
https://platform.twitter.com/widgets.js
সাধুর বেশে থাকা কট্টরপন্থীকে বেদ কয় প্রকার, গীতা পড়েছে কিনা ইত্যাদি প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। তৎপর আরো চাপ দিলে সে নিজের আসল পরিচয় জানায়। কট্টরপন্থী এও জানায় যে তার বহু হিন্দু ভক্ত রয়েছে। অর্থাৎ বহু জনকে ঠকিয়ে তার ব্যাবসা রমরমিয়ে চলছে।
The post হিন্দু সাধু সেজে মানুষ ঠকাচ্ছিল আলি খান নামের কট্টরপন্থী! হাতেনাতে ধরল এক সচেতন নাগরিক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3wEb0ro
Bengali News