জামুড়িয়াঃ ভোটের মধ্যেও স্বস্তি নেই শাসক দলের। নির্বাচনের মধ্যেই আবারও শাসক দলে বড়সড় ভাঙন দেখা দিল। এবার দলের প্রতি ক্ষোভ জাহির করে জামুড়িয়ার ১ নং ব্লকের ৪০০ জন তৃণমূল কর্মী সমর্থক নাম লেখালেন বিজেপিতে। সদ্য দলে যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
নতুন বছরের প্রথম দিন তৃণমূলের যুব নেতা সহ তাঁর ৪০০ অনুগামী বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের যুব নেতা অলোক দাস বলেন, ‘পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন ভোট, সবসময় ছাপ্পা মেরে জিতেছে তৃণমূল। এদের কাছে মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনও সম্মান নেই। উন্নয়নের নামে এতদিন ধরে প্রহসন চলে এসেছ, তাই বাংলার প্রকৃত উন্নয়নের স্বার্থে আমরা বিজেপিতে যোগ দিলাম।”
এই বিষয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকরা দলের প্রতি আস্থা হারিয়েছে। রাজ্যের মানুষ দুর্নীতিবাজ তৃণমূলকে আর চাইছে না। সেই কারণেই অমিত শাহ আর নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে সবাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন।”
The post ফের ভাঙন শাসক দলে, ৪০০ জন অনুগামী নিয়ে তৃণমূল ছেড়ে বিজপিতে যোগ দিলেন যুব নেতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3skuzBD
Bengali News