-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা! সেই পাঠশালার সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটঃ প্রধানমন্ত্রী মোদী

- March 20, 2021


খড়গপুর- খড়গপুরে দলীয় প্রার্থীর প্রচারে শনিবার জনসভায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বাংলা সফরের আগে একটি ভিডিও শেয়ার করে বাংলায় জয় নিশ্চিত বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পুরুলিয়া জনসভার ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলায় নতুন যুগের সূচনা হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে।

জানুন আজকের সভা থেকে প্রধানমন্ত্রী কি কি বললেন …

  • এই মাটি রাষ্ট্রসেবায় ক্ষুদিরাম বসুদের মতো অগণিত বিপ্লবীদের জন্ম দিয়েছিল।
  • এই ভূমিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মানুষ জন্ম নিয়েছিলেন।
  • এই ভূমিতেই দেশের স্বাধীনতার জন্য শহীদ হওয়া মাতঙ্গিনী হাজরা নারী শক্তির সবথেকে বড় আদর্শ প্রস্তুত করেছেন।
  • বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের ১৩০-র বেশি কর্মী নিজেদের প্রাণ বলিদান দিয়েছে।
  • আমাদের দলের কাছে দিলীপ ঘোষের মতো লড়াকু সভাপতি আছে।
  • বিজেপিকে জেতানোর জন্য দিলীপ ঘোষ কয়েক বছর ধরে শান্তিতে ঘুমোতে পারেনি। দিদির হুমকি সহ্য করেও তিনি মাটি কামড়ে পড়ে আছেন।
  • খড়গপুরের এই এলাকায় মিনি ভারতের ঝলক দেখা যায়।
  • ভারতের বিবিধতা আলাদা, আলাদা ভাষা, ঐতিহ্য এই মাটিতে দেখা যায়।
  • দেশের প্রথম IIT এই খড়গপুরে আছে।
  • এই ঐতিহাসিক ভূমি থেকে আমি আপনাদের আসল পরিবর্তনের বিশ্বাস দেওয়াতে এসেছি।
  • আপনারা কংগ্রেসের কাজ দেখেছে, বামেদের শাসন দেখেছে, তৃণমূল কীভাবে আপনাদের স্বপ্নকে ভেঙে দিয়েছে সেটা দেখেছেন।
  • ৭০ বছর আপনাদের সঙ্গে অত্যাচার হয়েছে।
  • আমাদের একবার সুযোগ দিন, আমরা ৫ বছরের ৭০ বছরের কালিমা ঘুচিয়ে দেব।
  • আপনাদের জীবনের একটি একটি সমস্যা দূর করতে আমরা দিনরাত মেহনত করব।
  • প্রতিটি বাড়িয়ে পাইপের মাধ্যমে বিশুদ্ধ জল পাঠাবো।
  • বিজেপির DNA-তে আশুতোষ মুখার্জী আর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আচার, বিচার আছে।
  • দিদি উন্নয়নের প্রতিটি পরিকল্পনার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েছেন।
  • দিদি ১০ বছর বাংলাকে বরবাদ করে এখন ১০ অঙ্গীকারের কথা বলছে।
  • বাংলায় কাটমানির সিস্টেম বন্ধ হবে।
  • কাল রাতে প্রায় ৫০-৫৫ মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছিল। সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। আর বাংলায় তো ৫০-৫৫ বছর ধরে বিশ্বাস, স্বপ্ন, সংকল্প, উন্নয়ন ডাউন হয়ে গেছে।
  • প্রথমে কংগ্রেস, তারপর বাম আর শেষে তৃণমূল বাংলায় উন্নয়নকে আটকে দিয়েছিল।
  • দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস হচ্ছে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট।
  • দিদির পাঠশালায় অরাজকতার ট্রেনিং দেওয়া হয়।
  • বাংলায় সিঙ্গেল উইন্ডো চলছে। আর সেটা হল ভাইপো উইন্ডো। রাজ্যে এই উইন্ডো দিয়ে না গেলে কিছুই হবে না।
  • বাবা সাহেব আম্বেদকর সবাইকে ভোট দেওয়া শক্তি দিয়ে গেছেন। কিন্তু দিদি আপনাদের এই অধিকার ছিনিয়ে নিয়েছে।
  • ২০১৮ সালে দিদি যেভাবে এই ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে আপনাদের থেকে, এটা গোটা বিশ্ব দেখেছে।

The post দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা! সেই পাঠশালার সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটঃ প্রধানমন্ত্রী মোদী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3cPblOR
Bengali News
 

Start typing and press Enter to search