-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মঙ্গলবার মাংসের দোকান বন্ধ থাকায় রেগে লাল ওয়াইসি, টুইটারে করলেন বিস্ফোরক পোস্ট

- March 19, 2021

নয়া দিল্লীঃ হরিয়ানার গুরুগ্রামে (গুরগাঁও) প্রতি মঙ্গলবার মিট শপ বন্ধ রাখার সিদ্ধান্তে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলেমিন-এর (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) কড়া সমালোচনা করেছেন। তিনি মদের সঙ্গে এর তুলনা করে টুইটারে বিস্ফোরক পোস্ট করেন।

ওয়াইসি টুইট করে লেখেন, ‘নিজের ব্যক্তিগত জীবনে কে কি করছে, সেটার সঙ্গে ধার্মিক ভাবাবেগে কীভাবে আঘাত পৌঁছাতে পারে? মানুষ মাংস কিনছে, বিক্রি করছে অথবা খাচ্ছে, তাঁরা অন্যকে খবারের জন্য কারোর উপর তো আর চাপ সৃষ্টি করছে না। সেই ভিত্তিতে শুক্রবারও মদের দোকান বন্ধ রাখা উচিৎ? মাংস লক্ষ লক্ষ ভারতীয় খায়। এটিকে অন্যদিক থেকে দেখলে হবে না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার গুরগাঁও পুরসভা একটি নির্দেশিকা জারি করে সমস্ত মাংসের দোকান মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি মাংসের দোকানের লাইসেন্সের ফিস ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে। আর নির্দেশ অমান্য হলে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করেছে।

The post মঙ্গলবার মাংসের দোকান বন্ধ থাকায় রেগে লাল ওয়াইসি, টুইটারে করলেন বিস্ফোরক পোস্ট first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3cLwpWE
Bengali News
 

Start typing and press Enter to search