-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমেরিকার রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া, আঁকা হবে হাজার হাজার আলপনা

- January 16, 2021


নয়া দিল্লীঃ আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন আর নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাথে যুক্ত অনলাইন সমারোহর শুভারম্ভ ঐতিহ্যবাহী ভারতীয় রঙ্গোলীর সাথে করা হবে। রঙ্গোলীকে তামিলনাড়ুতে কোলাম হিসেবে জানা যায়। আর পশ্চিমবঙ্গে এই রঙ্গোলীকে আলপনা বলা হয়। এটি বাড়ির প্রবেশদ্বারে তৈরি করা খুব মঙ্গলজনক বলে মনে করা হয়। জানিয়ে দিই, আমেরিকার নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।

রঙ্গোলীর হাজার হাজার ডিজাইন বানানোর জন্য আমেরিকা আর ভারতের ১ হাজার ৮০০ এর বেশি মানুষ এই অনলাইন অভিযানে অংশ নিয়েছেন। এই অভিযানে অংশ নেওয়া মাল্টিমিডিয়া শিল্পী শান্তি চন্দ্রশেখর বলেন, অনেকের হিসেবে কোলাম ইতিবাচক শক্তি এবং নতুন সূচনার প্রতীক। বিভিন্ন সম্প্রদায়ের সমস্ত বয়সের মানুষ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বানানো রঙ্গোলী বানানোর জন্য এই অভিযানে অংশ নিয়েছেন। স্থানীয় স্তরে শুরু করা এই অভিযান আমাদের আশার থেকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে।

এর আগে রঙ্গোলী হোয়াইট হাউসের বাইরে আঁকা হত। এরপর ক্যাপিটল হিলের বাইরেও রঙ্গোলী বানানোর অনুমতি দেয়া হয়। কিন্তু পরে হোয়াইট হাউসে সুরক্ষার অভূতপূর্ব বন্দোবস্তের কারণে অনুমতি রদ করে দেওয়া হয়। এই কারণে বাইডেন আর হ্যারিসকে স্বাগত জানানোর জন্য রঙ্গোলীর হাজার হাজার ডিজাইনকে একটি ভিডিওতে সাজানো হয়।

ইনগুরেশন কোলম ২০২১ এর আয়োজক দলের সদস্য সৌম্যা সোমনাথ বলেন, স্থানীয় সুরক্ষা এজেন্সির মঞ্জুরির পর রঙ্গোলী প্রদর্শন করার তারিখ নির্ধারিত করা হয়েছে।

The post আমেরিকার রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া, আঁকা হবে হাজার হাজার আলপনা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3imffB7
Bengali News
 

Start typing and press Enter to search