-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনে দাসি বানিয়ে হিন্দু আর খ্রিষ্টান মেয়েদের বিক্রি করছে পাকিস্তান, চাঞ্চল্যকর তথ্য অমেরিকার

- December 09, 2020


নয়া দিল্লীঃ পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘুদের সাথে হওয়া অত্যাচার নিয়ে বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আমেরিকার দাবি অনুযায়ী, পাকিস্তান হিন্দু আর খ্রিষ্টান মেয়েদের চীনে দাসি বানিয়ে বিক্রি করছে। চীনে তাদের জোর করে বিয়ে করানো হচ্ছে। আমেরিকায় ধার্মিক স্বাধীনতার সাথে যুক্ত বিভাগের আধিকারিক স্যামুয়েল ব্রাউনব্যাক (Samuel D Brownback) জানান, পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ হচ্ছে। হিন্দু আর খ্রিষ্টান মেয়দের চীনে নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে।

প্রতীকী ছবি

আমেরিকার ধার্মিক বিষয়ক মামলার বিভাগের আধিকারিক স্যামুয়েল জানান, পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা খুব খারাপ হতে চলেছে, আর চীন তাদের এই বিষয়ে সাহাজ্য করছে। তিনি জানান, পাকিস্তান নিজের দেশের হিন্দু আর খ্রিষ্টান মেয়েদের চীনে দাসি বানিয়ে বিক্রি করছে। আর চীনের পুরুষদের সাথে তদের জোর করে বিয়ে করানো হচ্ছে।  আর এটা এরজন্য করা হচ্ছে, কারণ ওই দেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। পাকিস্তানে সংখ্যালঘুদের সাথে ধার্মিক বৈষম্য আর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে বলে জানান তিনি।

জানিয়ে দিই, ধর্মীয় স্বাধীনতার ইচ্ছাকৃত ও অহংকারিক লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেই (United State) পাকিস্তান (Pakistan) ও চীনকে (China) ‘উদ্বেগজনক স্থিতির দেশ’ (সিপিসি) এর তালিকায় যুক্ত করেছে। সোমবার মার্কিন সরকার এই পদক্ষেপ নেয়।

এর সাথে সাথে পাকিস্তান আর চীনকে আমেরিকার বিদেশ বিভাগ দ্বারা সিপিসি এর সেই ১০ টি দেশের তালিকায় যুক্ত করল, যারা ধার্মিক সংগঠন গুলোর সাথে অত্যাচার আর বৈষম্য রোখার জন্য বিফল হচ্ছে। উল্লেখ্য, চীন আর পাকিস্তান দুটি দেশের ধার্মিক সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের খবর হামেশাই আসে।

এক আধিকারিক বয়ানে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেন মায়ানমার, চীন, ইরিত্রিয়া, ইরান , নাইজিরিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, পাকিস্তান, তাজাকিস্তান আর তুর্কেমেনিস্তানকে আন্তর্জাতিক ধার্মিক স্বাধীনতা আইন (১৯৯৮) অনুযায়ী সিপিসির তালিকায় যুক্ত করা হয়েছে।

পম্পিও আরও বলেন, কোমোরোস, কিউবা, নিকারগুয়া আর রাশিয়াকে একটি বিশেষ নজরদারি তালিকায় রাখা হয়েছে। এই দেশগুলোতেও ধার্মিক স্বাধীনতা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। উনি জানান, আমেরিকা গোটা বিশ্বে ধার্মিক রুপে প্রেরিত দুর্ব্যবহার আর অত্যাচার সমাপ্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে আর এটা সুনিশ্চিত করবে যে প্রত্যেকেরই বিবেকের আদেশ অনুযায়ী বেঁচে থাকার অধিকার রয়েছে।

আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেন, এছাড়াও অতিরিক্তভাবে, আল-শাবাব, আল-কায়েদা, বোকো হারাম, হায়াত তাহরির আল-শাম, হাউথি, আইএসআইএস, আইএসআইএস-গ্রেটার সাহারা, আইএসআইএস-পশ্চিম আফ্রিকা, জামায়াত নসর আল-ইসলাম ওয়াল মুসালিমিন এবং তালেবানদের ২০১৬ সালের ফ্র্যাঙ্ক আর ওল্ফ আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে ‘বিশেষত উদ্বিগ্ন সংগঠন” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন যে, সুদান এবং উজবেকিস্তানকে গত বছর তাদের সরকার দ্বারা করা উল্লেখযোগ্য ও সুনির্দিষ্ট অগ্রগতির প্রয়াসের ভিত্তিতে বিশেষ মনিটরিং তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

The post চীনে দাসি বানিয়ে হিন্দু আর খ্রিষ্টান মেয়েদের বিক্রি করছে পাকিস্তান, চাঞ্চল্যকর তথ্য অমেরিকার first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3gwJWCC
Bengali News
 

Start typing and press Enter to search