ভারতীয় সেনা চীনকে যে শিক্ষা দিয়েছে তার প্রভাব এখন ভালোমতো দেখা যাচ্ছে। বিশেষ করে চীনের মিডিয়ায় ভারতীয় সেনার প্রতি চীনের ভয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। সীমান্তে ভারতীয় সেনা চীনের সেনাকে রগড়ে লাল করে দিয়েছে। অন্যদিকে ভারত সরকার চীনের বারোটা বাজানোর জন্য কোনো সুযোগ হাতছাড়া করছে না। ভারতীয় সেনা চীনের সেনাকে পিছু হটিয়ে বেশকিছু এলাকা পুনর্দখল করেছে। এদিকে ভারত সরকার চীনের উপর আবারও ডিজিটাল স্ট্রাইক করেছে।
তাই এখন চীনের মিডিয়া প্রোপাগান্ডা ছড়াতে মাঠে নেমে পড়েছে। চীনের সবথেকে বড়ো মিডিয়া গ্লোবাল টাইমস এর এডিটর যিনি কমিউনিস্ট পার্টির সদস্য, তিনিও আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। গ্লোবাল টাইমসের এডিটর হু শিজিং ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালানোর জন্য কুখ্যাত।
হু শিজিং এখন ভারত চীনের উত্তেজনার দায় ভারতের রাষ্ট্রবাদীদের উপর চাপিয়েছেন। হু শিজিং বলেছেন যে শীত পড়লেই ভারতীয় সেনা আক্রমন করতে পারে। ভারতীয় সেনা শীত পড়লেই আরো সক্রিয় হতে পারে তাই চীনের সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন হু শিজিং।
China should prepare for the worst-case scenario. #Indian frontline troops could stay in border area over winter even that might cause non-combat casualties, as New Delhi fears that ending crisis peacefully could disappoint domestic nationalists. https://t.co/DtCTezWj3p pic.twitter.com/debceWXCyh
— Global Times (@globaltimesnews) September 5, 2020
https://platform.twitter.com/widgets.js
হু শিজিং এর মতে ভারতে রাষ্ট্রবাদী শক্তি জেগে উঠেছে। রাষ্ট্রবাদীদের চাপে ভারত সরকার উত্তেজনা ছড়াচ্ছে বলে দাবি গ্লোবাল টাইমসের। প্রসঙ্গত, চীনে মিডিয়ার কোনো বাক স্বাধীনতা, নিজস্বতা নেই। চীনের কমিউনিস্ট সরকার যা ছাপতে বলে সেটাই চীনের মিডিয়া প্রকাশ করে থাকে। আর এক্ষেত্রেও তার ব্যাতিক্রম দেখা যাচ্ছে না।
The post শীত পড়লেই ভারত আমাদের উপর আক্রমন করতে পারে, সতর্ক থাকতে হবে: হু শিজিং, চীনা সাংবাদিক first appeared on India Rag.
The post শীত পড়লেই ভারত আমাদের উপর আক্রমন করতে পারে, সতর্ক থাকতে হবে: হু শিজিং, চীনা সাংবাদিক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2R0yJ1o
Bengali News