চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের দরুন পুরো বিশ্বে স্বাস্থ্যবাবস্থাকে সামাল দেওয়া একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এমনকি বিশ্বের অন্যতম দেশগুলিও পরিষেবা প্রদান করতে গিয়ে হিমশিম খেয়েছ। চিকিৎসা ব্যবস্থায় খ্যাতি অর্জন করা বেশকিছু দেশের সরকার অবধি করোনার চ্যালেঞ্জের সমানে হাঁটু গেড়ে বসেছিল।
এমন পরিস্থিতিতে ভারতে করোনা নিজের প্রভাব বিস্তার করার প্রাথমিক স্তরেই কেন্দ্র সরকার একটা ফান্ড তৈরির সিধান্ত গ্রহণ করেছিল। যার নাম দেওয়া হয়েছিল PM CARES ফান্ড। এই ফান্ডে দেশের যে কোনো ব্যাক্তি, সংস্থা এবং বিদেশের কোনো ব্যাক্তিকেও অনুদান প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য তথা আর্থিকভাবে একটা সাপোর্ট এর জন্য মূলত এই ফান্ডের গঠন করা হয়েছিল।
তবে ফান্ডের গঠনের পর থেকে সোনিয়া গান্ধী থেকে শুরু করে সিপিএম এর নেতারা নান প্রশ্নঃ তুলতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এটাই ছিল যে দেশে ইতিমধ্যে দুটি ফান্ড থাকা সত্ত্বেও কেন নতুন ফান্ড করা হলো। অর্থাৎ NDRF ও PMNRF ফান্ড থাকা সত্ত্বেও কেন PM CARES ফান্ড করা হলো?
এখন এর জবাবে সম্বিত পাত্র বড়ো তথ্যের পর্দাফাঁস করেছেন। সম্বিত পাত্র এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বলেছেন, কংগ্রেসের আমলে যে রিলিফ ফান্ড তৈরি হয়েছিল তাতে নিয়ম করা হয়েছিল যে ফান্ডের সদস্য পদে সর্বদা কংগ্রেস পার্টির সভাপতি থাকবে। অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় থাকুক বা না থাকুক ফান্ডের সদস্য পদে কংগ্রেসের সদস্য থাকবে।
সম্বিত পাত্র আরো বলেন, এখন যে PM CARES ফান্ড তৈরি করা হয়েছে তাতে ক্ষমতায় থাকা সরকারের প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী ,অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সদস্য থাকবে। একইসাথে সরকার বদলে গেলে সেই সময়ের সরকারের পদে থাকা প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকবেন। ফলে পরিবারবাদের ব্যাবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
क्या अब भी किसी को कोई शक है?
Posted by Phir Ek Baar Modi Sarkar on Friday, August 21, 2020
সেই কারণেই পরিবারের লোকজন দুঃখী হয়ে পড়েছে। এক্ষেত্রে সম্বিত পাত্র নাম না নিয়ে গান্ধী পরিবারকে আক্রমন করেন। সম্বিত পাত্র আরো বলেন, “আগের রিলিফ ফান্ডে করোনার মতো পরিস্থিতির জন্য অর্থ খরচ করার অনুমতিও ছিল না। তাই এমন ফান্ড তৈরি করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এতে মোহর লাগিয়েছে। এবার পরিবার দুঃখী হলে আমি কি করতে পারি?”
The post গান্ধী পরিবারের ব্যাবসা বন্ধ করতেই PM রিলিফ ফান্ড থাকা সত্ত্বেও তৈরি করা হয়েছে PM Care ফান্ড! বড়ো পর্দাফাঁস করলেন সম্বিত পাত্র first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2QiCOxu
Bengali News